সন্তান লালন-পালনে সবচেয়ে ব্যয়বহুল দেশ চীন

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১০:৫৫ পিএম

সন্তান লালন-পালনে সবচেয়ে ব্যয়বহুল দেশ চীন

সংগৃহীত ছবি

আজকাল সন্তানের শিক্ষাদানপর্ব যথেষ্ট ব্যয়বহুল। এক সমীক্ষায় দেখা যাচ্ছে দেশ অনুযায়ী খরচের তফাতটা আকাশ-পাতাল। যেমন: চীনে সন্তানের জন্ম দিতে সে ভাবে কোনও খরচ নেই। তবে তাকে বড় করে তোলা এবং শিক্ষাদান বেশ ব্যয়বহুল। সে দেশে কোনও ব্যক্তির আয়ের সঙ্গে মিলিয়ে যদি আমরা এই হিসাব কষি, তবে দেখা যাবে আয়ের নিরিখে সন্তান প্রতিপালনে সব চেয়ে ব্যয়বহুল দেশ চীন। সেখানে সন্তান প্রতিপালনের প্রধান খরচ শিক্ষাক্ষেত্রে ব্যয়।

বেইজিংভিত্তিক ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, চীনে মাথাপিছু জিডিপির তুলনায় ১৮ বছর বয়স পর্যন্ত সন্তান লালন–পালনের খরচ প্রায় ৬ দশমিক ৩ গুণ। অস্ট্রেলিয়ায় এ ব্য়য় ২ দশমিক ০৮ গুণ, ফ্রান্সে ২ দশমিক ২৪ গুণ, যুক্তরাষ্ট্রে ৪ দশমিক ১১ গুণ এবং জাপানে ৪ দশমিক ২৬ গুণ।

চীনের শিশুর লালন–পালনের ব্য়য় বেশি হওয়ার কারণে সন্তান নিতে অনিচ্ছুক নারীর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। এর সঙ্গে বেড়ে চলেছে বিয়ে করতে অনাগ্রহী বা কর্মজীবন স্থগিত রাখতে অনিচ্ছুক নারীর সংখ্যা।

এদিকে ক্রমেই বেড়ে চলেছে লিঙ্গবৈষম্য। শূন্য থেকে ৪ বছর বয়স পর্যন্ত শিশুর দেখাশোনা করতে একজন নারীর প্রায় ২ হাজার ১০৬ কর্মঘণ্টার ক্ষতি হয়। আর এ সময়টিতে তিনি প্রায় ৮ হাজার ৭০০ ডলারের সমান মজুরি হারান।

প্রতিবেদন অনুসারে, সন্তান নেওয়ার কারণে নারীদের মজুরি ১২ থেকে ১৭ শতাংশ কমে যায়। শূন্য থেকে ৬ বছর বয়স পর্যন্ত একটি সন্তানের মায়েদের দৈনিক (২৪ ঘণ্টায়) অবকাশের সময় কমে যায় ১২ দশমিক ৬ ঘণ্টা এবং আর দুটির সন্তানের ক্ষেত্রে কমে ১৪ ঘণ্টা। যত দ্রুত সম্ভব সন্তান জন্মদানের ব্য়য় কমানোর জন্য জাতীয় পর্যায়ে নীতিমালা প্রবর্তন জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়।

ইউওয়া ইনস্টিটিউট বলছে, নগদ অর্থ ও করের ওপর ভর্তুকি, উন্নত শিশুযত্ন সেবা, মাতৃত্ব এবং পিতৃত্বকালীন সমান ছুটি, বিদেশি সেবা–যত্নকারী রাখার অনুমতি দেওয়া, সুবিধামতো সময়ে কাজের অনুমতি দেওয়া এবং অবিবাহিত নারীদের বিবাহিত নারীর মতোই প্রজনন অধিকার দেওয়া—এ ধরনের নীতি গ্রহণ করা যেতে পারে।

প্রতিবেদন অনুসারে, এই পদক্ষেপগুলো একসঙ্গে বাস্তবায়ন করা হলে বাৎসরিক শিশু জন্মের সংখ্যা প্রায় ৩০ লাখে উন্নীত হতে পারে।  যেমন: চীনে সন্তানের জন্ম দিতে সে ভাবে কোনও খরচ নেই। তবে তাকে বড় করে তোলা এবং শিক্ষাদান বেশ ব্যয়বহুল। সে দেশে কোনও ব্যক্তির আয়ের সঙ্গে মিলিয়ে যদি আমরা এই হিসাব কষি, তবে দেখা যাবে আয়ের নিরিখে সন্তান প্রতিপালনে সব চেয়ে ব্যয়বহুল দেশ চীন। সেখানে সন্তান প্রতিপালনের প্রধান খরচ শিক্ষাক্ষেত্রে ব্যয়।

প্রতিবেদন অনুসারে, এই পদক্ষেপগুলো একসঙ্গে বাস্তবায়ন করা হলে বাৎসরিক শিশু জন্মের সংখ্যা প্রায় ৩০ লাখে উন্নীত হতে পারে। 

Link copied!