দেশে দেশে করোনার টিকা বাণিজ্য শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২১, ০৭:১৬ পিএম

দেশে দেশে করোনার টিকা বাণিজ্য শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা টিকা কার্যক্রম শুরু হলেও ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে। আর এই বিশৃঙ্খলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার সাবেক মোদি প্রশাসনকে দায়ি করছেন। এদিকে, মিয়ানমার, নেপালসহ প্রতিবেশি দেশগুলোতে বাণিজ্যিকভাবে ভ্যাকসিন সরবরাহ শুরু করছে ভারত। তবে পাকিস্তানের বিষয়টি এখনো পরিষ্কার করেনি। অন্যদিকে রাশিয়ার তৈরি ভ্যাকসিন পেতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত হাঙ্গেরি।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত  সোমবার পর্যন্ত দেশটিতে মৃতুর সংখ্যা ছিলো লাখ ৩০ হাজারের  মতো। আর করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। অবস্থায় করোনা টিকাদান  কার্যক্রম জোরদার করার কথা থাকলেও তা অঙ্গরাজ্যগুলোতে সরবরাহ করা টিকার অর্ধেক মানুষকেও দেওয়া হয়নি।

কাতারভিত্তিক আল-জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বেশ করেয়কটি অঙ্গরাজ্যে টিকার ঘাটতি রয়েছে। আর টিকাদানে বিশৃঙ্খলার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ি করেছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রন ক্লেইন। ট্রাম্প প্রশাসন টিকাদান পরিকল্পনার তথ্য নতুন সরকারের কাছে হস্তান্তর করেনি বলেও  তিনি দাবি করেন। রন ক্লেইন বলেন, আমেরিকানরা ব্যাপকহারে সংক্রমিত হলেও ট্রাম্প প্রশাসনের কাছে থাকা রাষ্ট্রীয় পর্যায়ের টিকা বিতরণের কোনো পরিকল্পনা ছিলো না। আর কারণেই দেশটিতে  টিকাদান কার্যক্রমে  বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তবে খুব শিগগিরই সংকট কেটে যাবে।’’ 

করোনা টিকা উৎপাদন টিকাদান কার্যক্রম তদারকি করতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে  অপারেশন র‌্যাপ স্পিড নামে একটি উদ্যোগ গ্রহণ করেন, সেই উদ্যোগের অধীনে ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে কোটি লোককে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু তা পূরণ করতে পারেনি ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ কেন্দ্র (সিডিস) জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে কোটি ১৪ লাখ টিকা বিতরণ করা হলেও মাত্র অর্ধেক টিকা দেওয়া  হয়েছে। তবে ক্ষমতা গ্রহণের পরই ১০০ দিনের মধ্যে ১০ কোটি টিকাদানের পরিকল্পনা করছে জো বাইডেন প্রশাসনের। পাশাপাশি সুচারুভাবে টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য অতিরিক্ত জনবল নিয়োগের পরিকল্পনাও করেছে ওয়াশিংটন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বিশে^ করোনায় আক্রান্ত হওয়া মোট রোগীর এক চতুর্থাংশ যুক্তরাষ্ট্রের। বাইডেন প্রশাসন আশা করছে, মহামারি মোকাবেলায় করোনা টিকা সাহায্য করবে।

হোয়াইট হাউসের এক সূত্রের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিক ছাড়া যুক্তরাজ্য, ব্রাজিল, আয়ারল্যান্ড ইউরোপের বেশিরভাগ দেশগুলো থেকে আসা ব্যক্তিদের ওপর নিষেধাঙ্গা আরোপ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ভারত : দেশের উৎপাদিত করোনা টিকা প্রতিবেশি দেশগুলোতে সরবরাহ শুরু করেছে ভারত। বাংলাদেশ এরইমধ্যে বাণিজ্যিকভাবে ৬০ লাখ টিকা পেয়েছে। এবার সরবরাহ শুরু করছে প্রতিবেশি দেশ ভুটান, নেপাল মিয়ানমারে।

ভারতের  টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত ২২ জানুয়ারি ভারতের পাঠানো প্রথম চালানটি মিয়ানমারে পৌঁছেছে। শ্রীলংকা আফগানিস্তান সরকার যদি এই টিকা ব্যবহারের অনুমোদন দেয় তবে সেখানেও টিকা সরবরাহ করা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনা টিকাকে অনুমোদন দিলেও পাকিস্তানে সরবারাহ হবে কি না-   ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেনি মোদি সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, টিকা সরবরাহের ব্যাপারে পাকিস্তান থেকে কোনো অনুরোধ না আসায় দিল্লি আপাতত ওই দেশটি নিয়ে চিন্তা ভাবনা করছে না।

মুখপাত্র বলেন, অনুরোধের পরিপ্রেক্ষিতে টিকা সরবরাহ করা হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল আফ্রিকার দেশ মরক্বোতে। খুব শিগ্রই দক্ষিণ আফ্রিকা সৌদি আরবেও করোনা টিকা সরবরাহ করা হবে।

রাশিয়া

রাশিয়ার কাছ থেকে তাদের তৈরি কোটি ৪০ লাখ স্পুটনিক ভি করোনা টিকা নেওয়ার ব্যাপারে মস্কোকে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশি দেশ মেক্সিকো। দ্য মস্কো টাইমস এর এক  প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদোর ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই বিষয়টি নিশ্চিত করেন। স্পুটনিক ভিভ্যাকসিনকে অনুমোদন দিতে ইউরোপিয় ইউনিয়নের কাছে আবেদন করেছে রাশিয়া। 

রাষ্ট্রীয় পরিচালিত সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির খবরে বলা হয়, রাশিয়ার সরাসরি বৈদেশিক বিনিয়োগ তহবিল ইউরোপিয় ইউনিয়নের কাছে স্পুটনিক ভি অনুমোদনের জন্য মঙ্গলবার আবেদন করেছে যাতে তারা ইউনিয়নভুক্ত দেশগুলোতে আসছে ফেব্রুয়ারি মাসেই টিকা সরবরাহ করতে পারে। তবে অনুমোদনের আগেই রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ভ্যাকসিন কেনার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করেছে ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি।

আরব আমিরাত

আরব দেশগুলোর মধ্যে সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাতই পেতে যাচ্ছে  মস্কোর ভ্যাকসিন স্পুটনিক ভি। নভোস্তির খবরে বলা হয়, আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে ভ্যাকসিন পেতে আবেদন করেছে।  

অস্ট্রেলিয়া

দেশটির চিকিৎসা নিয়ন্ত্রণ সংস্থা আনুষ্ঠানিকভাবে ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে। প্রায় ৫০ লাখ জনগণের জন্য প্রায় এক কোটি ডোজ টিকা নিশ্চিত করেছে দেশটি। প্রধানমন্ত্রী স্কট মরিসনের বরাত দিয়ে দেশটির  দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ নাগাদ এই টিকা দেওয়ার কাজ শুর করা হবে। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জানান, বিশে^ অন্যান্য দেশ যেভাবে ফাইজারের টিকা অনুমোদন দিয়েছে, আমরাও সে প্রক্রিয়া অনুসরণ করেছি। সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের চিকিৎসা নিয়ন্ত্রণ সংস্থা আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন  দিয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়াই বিশে^ মধ্যে প্রথম বলেও তিনি মন্তব্য করেন।

সর্বশেষ

(২৫ জানুয়ারি ২০২১ দুপুর পর্যন্ত)

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত: ৯কোটি ৯৬ লাখ ৭৪ হাজার ৯৫১ জন। মৃত্যু: ২১ লাখ ৩৮ হাজার ২৯৯ জন।

বাংলাদেশে আক্রান্ত: ৫লাখ ৩২ হাজার ৪০১ জন। মৃত্যু: ৮ হাজার ৪১ জন। 

সূত্র: বিবিসি, সিএনএন, এএফপি

 

Link copied!