ইসরায়েল-হামাস সংঘাতের ১০০ দিন

যুদ্ধবিরতির দাবিতে ৩০ দেশে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৪, ১১:১০ এএম

যুদ্ধবিরতির দাবিতে ৩০ দেশে বিক্ষোভ

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স

২০২৩ সালের অক্টোবরের ৭ তারিখ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হঠাৎ হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের ভূমি। ‘আল–আকসা ফ্লাড’ নামের এই অভিযানে নিহত হয় ১ হাজার ১৪০ ইসরায়েলি। জিম্মি করা হয় ২৪০ জনকে। এর জবাবে সেদিন থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। অব্যাহত এই হামলার ১০০ দিন পূর্ণ হলো আজ (১৪ জানুয়ারি)। চলমান এই যুদ্ধে এই ১০০ দিনে প্রায় ২৪ হাজার মানুষ নিহত হয়েছেন।

গতকাল শনিবার এই হামলার ৯৯তম দিনে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের ৩০ দেশে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাজ্যভিত্তিক কয়েকটি সংগঠনের জোটের পক্ষ থেকে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’-এর ডাক দেওয়া হয়। এতে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডনসহ বিশ্বের ৩০টি দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়।

গাজার প্রতি সংহতি জানিয়ে ডাক দেওয়া ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’-এর (বৈশ্বিক বিক্ষোভের দিন) অংশ হিসেবে রাজপথে নেমে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানান দেশগুলোর জনগণ।

ওয়াশিংটনে ঐতিহ্যবাহী কেফিয়াহ পরে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে বিক্ষোভ করেছেন তরুণরা। বিক্ষোভে স্লোগান দেয়া হয়, ‘এখনই যুদ্ধবিরতি কার্যকর করুন’, ‘ফিলিস্তিনকে মুক্ত করুন’, ‘গাজায় যুদ্ধের অবসান করুন’।

বিক্ষোভে ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করে দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি অনুরোধ জানান তাঁরা।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে সপ্তমবারের মতো গাজায় যুদ্ধবিরতির দাবিতে শনিবার লন্ডনে বিক্ষোভ হলো। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১ হাজার ৭০০ পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়।

Link copied!