গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরানে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৩, ১১:১০ এএম

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরানে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলের বিমান ও স্থল অভিযানে এ পর্যন্ত ৫ হাজার শিশুসহ ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই হামলা প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভে নেমেছে কয়েক হাজার মানুষ। গাজার নিপীড়িত শিশুদের পক্ষে স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা বলেন, ‘ফিলিস্তিন একা নয়’।

শনিবার (১৮ নভেম্বর) ইরানের রাজধানী তেহরানে এই  বিক্ষোভ শুরু হয়। পরে সেই বিক্ষোভ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে।

রাজপথে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে বিক্ষোভকারীরা ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’, ‘ইসরায়েল নিপাত যাক’ ব্যানার নিয়ে আসেন। অনেকে ইরানের মিত্র লেবাননের হেজবুল্লাহ দলের পতাকা ওড়ান। কিছু জায়গায় ইসরায়েলি পতাকা পুড়িয়ে ফেলা হয়।

এ বিক্ষোভ চলাকালে ইরানের রাষ্ট্রীয় টিভিতে ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামির বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়।

বক্তব্যে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে হোসেন সালামি বলেন,‘হামাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ও রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিন যুদ্ধের পথে রয়েছে। ইসরায়েলকে পরাজয়ের সম্মুখীন হতেই হবে। ইতিহাসের আস্তাকুঁড়ে শেষ হয়ে যাবে ইসরায়েল।’

সালামি আরও বলেন, ‘যুদ্ধ শেষ হয়নি। ইসলামি বিশ্ব যা করা উচিত, তা–ই করবে। এখনো অনেক কিছু করার আছে। গাজায় নিপীড়িত মানুষের পক্ষ থেকে মুসলিম বিশ্ব প্রতিশোধ নেবে।’

ইরানের সরকারি টিভিতে আরও দেখানো হয়, গত সোমবার বিশ্ব শিশু দিবসকে সামনে রেখে বিক্ষোভকারীরা গাজায় কাফনে মোড়া শিশুদের মরদেহ বহন করছে। তেহরান ছাড়াও শিরাজ, কারম্যান ও ইসফাহান শহরেও এমন বিক্ষোভ হয়েছে।

উল্লেখ্য, গত (৭ অক্টোবর) আকস্মিক ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে গাজায় অব্যাহত হামলা শুরু করে ইসরায়েল। 

Link copied!