শক্তিশালী ভূমিকম্পে আফ্রিকার দেশ মরক্কোয় মৃতের সংখ্যা বেড়ে হাজার ছাড়িয়েছে। এতে আহত হয়েছেন ছয় শতাধিক।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৬.৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১০৩৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৬৭২ জনকে।
রয়টার্স জানায়, এটি ৬ দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে ঘটে যাওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর ফলে বহু ভবন ভেঙে পড়েছে। দেশটির পুরোনো শহরের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাহাড়ি এলাকায় অনেকে প্রাণ হারিয়েছেন জানিয়ে স্থানীয় এক কর্মকর্তা জানান সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।
ভূমিকম্পের পর থেকে খোলা জায়গায় রাত কাটিয়েছেন কেন্দ্রস্থলের কাছের শহর মারাকেচের বাসিন্দারা। বাড়ি ফিরতেও ভয় পাচ্ছেন তারা।
এদিকে মরক্কোর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাইডেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র জরুরিভাবে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।’
যুক্তরাজ্যও মরক্কোকে সহায়তা করতে প্রস্তুত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘গতরাতে মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আমি চিন্তিত। যুক্তরাজ্য তার মরক্কোর বন্ধুদের সহায়তা করতে প্রস্তুত।’
এদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংও মরক্কোর প্রতি ‘শোক বার্তা’ পাঠিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার কিছু সময় পর ৬.৮ মাত্রা এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল আটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে, যা মারাকেচ শহর থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।