৬ মাস দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ইউক্রেনকে ৬ হাজার ১০০ কোটি ডলার সামরিক সহায়তা দিতে নতুন একটি বিল করেছে মার্কিন কংগ্রেস। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৬ লাখ ৭৯৫ কোটি ৭৫ লাখ টাকা। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে ধন্যবাদ জ্ঞাপন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই সামরিক সহায়তা ইউক্রেনের জন্য খুবই দরকার ছিল। এটা সময়োপযোগী একটি সহায়তা। এই সহায়তার কারণে বহু মূল্যবান জীবন রক্ষা পাবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘এই মার্কিন সহায়তার মধ্য দিয়ে রাশিয়ার আক্রমণ প্রতিহত করা যাবে। এখন রুশ বাহিনীকে গুড়িয়ে দিতে পারবো আমরা।’
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি মস্কোর স্থানীয় সময় ভোর ছয়টার দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ ঘোষণা করেন। তখন থেকেই শুরু হয়ে যায় যুদ্ধ। এতে ১১ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১১ হাজার, বন্দী ২৮ হাজার। অন্য এক সূত্র জানায়, এই যুদ্ধে ১০ হাজার ৬৭৫ জন বেসামরিক লোক নিহত হন। যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীর ৩৫ হাজার যোদ্ধা নিহত, ১৫ হাজার নিখোঁজ এবং ৩ হাজার ৪০০ জন বন্দী হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এতসংখ্যক মৃত্যু দেখা যায়নি।
সূত্র: বিবিসি