যুদ্ধবিরতির নীতিগত সিদ্ধান্ত হিজবুল্লাহ ও ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৪, ১১:৪০ এএম

যুদ্ধবিরতির নীতিগত সিদ্ধান্ত হিজবুল্লাহ ও ইসরায়েলের

ছবি: সংগৃহীত

লেবাননের গেরিলা সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর মধ্যস্ততায় এই যুদ্ধবিরতি হতে যাচ্ছে বলে জানা গেছে।

সোমবার, ২৫ নভেম্বর এই নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে যুদ্ধবিরতির ঘোষণা ঠিক কবে দেয়া হবে, এ বিষয়ে কোনো সূত্র থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। বলা হচ্ছে, শিগগিরই এই বিষয়ে ঘোষণা আসবে।

ওয়াশিংটনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেন, ‘আমরা খুব কাছাকাছি চলে এসেছি। সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাবে না।’

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকেও বলা হয়েছে।

এদিকে জেরুজালেমে ইসরায়েলি সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির খসড়ার অনুমোদন দিতে আজ মঙ্গলবার বৈঠকে বসবে ইসরায়েলি মন্ত্রিসভা।

লেবানন ও ইসরাইলি কর্মকতাদের উদ্ধৃতি দিয়ে ‘টাইমস অব ইসরাইল’ ‘প্যান আরব আশারাক-আল-আওসাত’ এবং ‘আল জাজিরা’ পত্রিকা এসব কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত আমোচ হোচস্টেইন গত সপ্তাহে বৈরুতে জেরুজালেম ও লেবানন সফর করে সব পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন সম্ভাব্য চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার এটাই শেষ সুযোগ।

তিনি আরো বলেছেন, সম্ভাব্য যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী, প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতিতে যাবে ইসরাইল ও হিজবুল্লাহ। এটাকে পরীক্ষামূলক চুক্তি হিসেবে দেখা হবে।  

Link copied!