জাতিসংঘসহ একাধিক মার্কিন সংস্থার অন্তত ১৫ জন কর্মীকে আটক করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
শুক্রবার (৭ জুন) রয়টার্সের সংবাদদাতাকে বিষয়টি জানান ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ৩ কর্মকর্তা। তবে তাদের আটকের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
কর্তৃপক্ষ জানায়, জাতিসংঘের ৯, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ৩ এবং ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রিত অঞ্চলে সক্রিয় আরও কয়েকটি ত্রাণ সংস্থার ৩ কর্মীকে ধরে নিয়ে যায় হুথি বিদ্রোহীরা।
সূত্র: রয়টার্স