জুলাই ২, ২০২৪, ০৪:১৮ পিএম
মঙ্গলবার বিরল সফরে আসেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরব্যান। ছবি: হাঙ্গেরির প্রধানমন্ত্রীর কার্যালয়/এএফপি
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বিরল সফরে গিয়ে যুদ্ধবিরতির দাবি করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরব্যান।
মঙ্গলবার (২ জুলাই) দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে এই দাবি তুলেছেন তিনি। এতদিন ধরে ইউক্রেনকে পশ্চিমা সহায়তার ঘোর সমালোচনা করে এসেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। আশা প্রকাশ করেন, “দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হলে শান্তি আলোচনা ত্বরান্বিত হবে।”
অরব্যান বলেন, “ইউক্রেনের সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং প্রতিবেশী দেশ হিসেবে তাদেরকে সহযোগিতা করতে চায় হাঙ্গেরি।”
তিনি আরও বলেন, জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আমি কথা বলবো। যাতে করে ‘প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়ক হয়’।
হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, “এক দশকেরও বেশি সময়ের পরে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর এই সফরকে আমি সাধুবাদ জানাচ্ছি। ইউক্রেনের জন্য এখন শুধু শান্তি প্রতিষ্ঠার প্রয়োজন।
সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট মন্তব্য করেছেন, “বড় আকারের পরিকল্পনা করেছি। ইউক্রেনকে আর পরবর্তী ব্ছর যুদ্ধ মোকাবেলা করতে হবে না। এটা শেষ হবেই।”
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি দোনেৎস্ক ও লুহানস্ক শহরে হামলার মধ্য দিয়ে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের পক্ষাবলম্বন করে এবং রাশিয়ার বিরুদ্ধে দোষারোপ করতে থাকে। ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে থাকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। এখনও পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার অভিযানে ১১ হাজার ১২৬ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। এর আগে ২০১৪ সালে রাশিয়ার অনুগত ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গণআন্দোলন উসকে দিয়ে ক্রিমিয়া দখলে নেন পুতিন।
সূত্র: আল জাজিরা