স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাশে আছে ভারত: মোদি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১, ২০২৩, ০৪:৪৪ পিএম

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাশে আছে ভারত: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্মার্ট বাংলাদেশ গড়তেও ভারত পাশেই থাকবে-এ কথা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশ আমাদের বড় উন্নয়ন সহযোগী; আমার বিশ্বাস যৌথ প্রয়াসে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে৷

আখাউড়া-আগরতলা, খুলনা-মোংলা রেলপথ ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, গত নয় বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক আরও বেড়েছে। বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থায় সহযোগিতা করেছে ভারত সরকার। এ সময় স্মার্ট বাংলাদেশ গড়তে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান নরেন্দ্র মোদি।

মোদি আরও বলেন, ঢাকা-দিল্লির ৯ বছরে যৌথ বাণিজ্যিক সম্পর্কের মধ্যে আখাউরা-আগরতলা রেললাইন স্থাপন একটি ঐতিহাসিক মুহূর্ত। এটা বাংলাদেশ এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রথম রেল সংযোগ।

বিদ্যুৎ ও জ্বালানিখাতে ভারত-বাংলাদেশের সহযোগিতা বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পারস্পরিক সহযোগিতার ফলে দুই অঞ্চলের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। মোংলা বন্দরের কারণে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও বাড়বে। আখাউড়া-আগরতলা রেলপ্রকল্প ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাড়াবে।

টানা ১৫ বছর দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের দারিদ্র্যের হার কমিয়েছে সরকার। পদ্মা সেতুর ফলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আগের থেকে আরও সহজ হয়েছে।

Link copied!