তালেবানের মন জয়ের চেষ্টা করছে ভারত, কেন?

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৫, ০৩:৫৯ পিএম

তালেবানের মন জয়ের চেষ্টা করছে ভারত, কেন?

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গত বুধবার আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল এক বৈঠক। এর মধ্য দিয়ে আফগান তালেবান নেতাদের সঙ্গে সম্পর্ক বাড়ানোয় নয়াদিল্লির অভিপ্রায়ের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানাচ্ছেন বিশ্লেষকেরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, তালেবানের সঙ্গে গত বছরের পুরোটা সময় ধাপে ধাপে সম্পর্ক এগিয়ে নিয়েছে ভারত। তবে ওই দুই নেতা ও কর্মকর্তার সাম্প্রতিকতম বৈঠকটিকে এ সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে উঁচু পর্যায়ের প্রথম যোগাযোগ হিসেবে ধরা হচ্ছে।

আফগানিস্তানে গত ২০ বছরে সহায়তা ও নির্মাণ খাতে ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলারের বেশি বিনিয়োগ করেছে ভারত। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, তাতে আলোচনার যেসব বিষয় উঠে এসেছে, তা হলো আঞ্চলিক উন্নয়ন, বাণিজ্য ও মানবিক সহযোগিতা, উন্নয়ন প্রকল্প শুরু করা নিয়ে মতৈক্য এবং আফগানিস্তানের স্বাস্থ্য ও শরণার্থী খাতে সমর্থন প্রদান।

যাহোক, বিবৃতিতে একটি বিষয় অনুচ্চারিত রয়ে গেছে, যদিও তা বৈঠকের সময় ও আলোচ্যসূচি থেকে স্পষ্ট। আর তা হলো, এ অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন আনার ইঙ্গিত।

এই ইঙ্গিত পাওয়ার একটি কারণ, সম্প্রতি আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা চালানোর ঘটনায় ভারত নিন্দা জানিয়েছে এবং এর কয়েক দিন পরই ওই বৈঠক আয়োজন করা হয়েছে। গত মাসের ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এ অঞ্চলের ভূরাজনীতিতে বদলের ইঙ্গিত পাওয়ার আরেক কারণ, গত নভেম্বরে ভারতের মুম্বাইয়ে আফগান কনস্যুলেটে একজন ভারপ্রাপ্ত কনসাল নিয়োগ দিয়েছে তালেবান।

তালেবান সরকারের তরফে মুম্বাইয়ে এই প্রতিনিধি নিয়োগ দেওয়া নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি। অবশ্য এ নিয়োগ এমন এক সময়ে হলো, যখন সেই নভেম্বরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাবুল সফর করেন।

মুম্বাইয়ে ইকরামুদ্দিন কামিলকে নিয়োগ দিয়েছে তালেবান সরকার। ইকরামুদ্দিন একসময় ভারতে পড়ালেখা করেছেন। এখন ভারতেই তিনি তালেবানের একজন কূটনীতিক। তালেবান ভারতে তাদের প্রতিনিধি নিযুক্ত করার আগে রাশিয়া, চীন, তুরস্ক, ইরান, উজবেকিস্তানসহ অনেক রাষ্ট্রই নিজ নিজ দেশে অবস্থিত আফগান দূতাবাসে তালেবান প্রতিনিধিদের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিয়েছে। এমন দেশের তালিকা ক্রমশ বড় হচ্ছে। ইতিপূর্বে ২০২২ সালে ভারতও কাবুলে তার দূতাবাস পুনরায় চালু করতে ছোট আকারে একটি কারিগরি দল পাঠিয়েছে।

কৌশলগত পরিবর্তন

পর্যবেক্ষকেরা বলছেন, সাম্প্রতিক এমন ঘটনাপ্রবাহ নয়াদিল্লি ও কাবুলের মধ্যে সম্পর্ক গভীরতর হওয়ার ইঙ্গিত দেয়।

ভারতের গবেষণাপ্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের উপপরিচালক ও ফেলো কবির তানিজা বলেন, ‘সম্পর্কের ক্ষেত্রে এটি এক স্বাভাবিক অগ্রগতি। ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় এসেছে। ওই বাস্তবতা সামনে রেখে ভারতের সতর্ক ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির প্রতিফলন এটি।’

কবির তানিজা আরও বলেন, অন্য আরও প্রতিবেশীর মতো তালেবানও ভারতের জন্য এক বাস্তবতা। তাই আফগানিস্তান ও আফগান সরকারকে এড়িয়ে চলা কোনো বিকল্প সমাধান নয়।

নয়াদিল্লির জিন্দাল স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহযোগী অধ্যাপক রাঘব শর্মা। তিনিও ওই কথার সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা আগেও তালেবানের সঙ্গে কোনো না কোনো পর্যায়ে যোগাযোগ করেছি। বর্তমান পদক্ষেপ অতীতের ওই যোগাযোগ রক্ষার নীতির একটি ধারাবাহিকতা। কিন্তু এখন তালেবানের সঙ্গে আমাদের যোগাযোগের যে গভীরতা, সেটি আমরা সত্যিই স্বীকার করতে চাই না।’

শর্মা বলেন, ‘তালেবানের সঙ্গে যখন কূটনৈতিক যোগাযোগের প্রসঙ্গ আসে, তখন আমরা বাইরের সীমাতেই রয়ে গেছি।’ যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। প্রতিষ্ঠানটি তালেবানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক খতিয়ে দেখেছে।

গবেষণায় দেখা গেছে, তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ার পথে নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে কাতার, চীন, তুরস্কসহ কয়েকটি দেশ। পাকিস্তান আছে পাঁচ নম্বরে। শর্মা বলেন, ‘ভারত এ তালিকায় নেই।’

পারস্পরিক স্বার্থ

তালেবানের সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে আফগানদের জন্য ভারতের ভিসা দেয়ার সম্ভাবনাকে এক অন্যতম ইতিবাচক পদক্ষেপ বলে বর্ণনা করেন তানিজা। তিনি বলেন, ‘মিশ্রি-মুত্তাকি বৈঠকের প্রধান প্রাপ্তি, আফগানদের জন্য বিশেষ করে বাণিজ্য, স্বাস্থ্য পর্যটন ও শিক্ষা খাতে ভারত ভিসা চালু করার কাছাকাছি যেতে পারে।’

পশ্চিমা দেশগুলো-সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে ২০২১ সালে আফগানিস্তানের শাসনক্ষমতা নেয় তালেবান। এ ঘটনার পর ভারত আফগানদের জন্য মেডিকেল, স্টুডেন্ট ভিসাসহ অন্যান্য ভিসা স্থগিত করে। এতে ভারতের সমালোচনা শুরু হয়। তখন থেকে আফগানদের জন্য সামান্য কিছু ভিসা ইস্যু করছিল ভারত।

তানিজা বলেন, ‘নয়াদিল্লির জন্য ভিসা চালু করার এখন একটি বড় সুযোগ। যেসব আফগান নাগরিক শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য খাতের সেবা নিতে ভারতে আসতেন, ভিসা চালু হলে তা তাদের জন্য স্বস্তি বয়ে আনবে।’

ভারতের নিজের স্বার্থেও তালেবানের সঙ্গে তাদের যোগাযোগ রাখা প্রয়োজন বলে মনে করেন শর্মা। তিনি বলেন, এটা মনে করা হয়, তালেবানের সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখা হলে তাতে অন্তত নিজের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারত তাদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে।

অবশ্য বুধবারের ওই বৈঠক ভারতের চেয়ে তালেবানেরই বেশি প্রয়োজন ছিল বলে মত দেন রাঘব শর্মা। তিনি বলেন, তালেবান সম্প্রতি সাবেক মিত্র পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়েছে। তালেবান বিশেষ করে পাকিস্তানকে এটা দেখাতে আগ্রহী যে তার কাছে অনেক বিকল্প (মিত্রদেশ) রয়েছে।

ভারতের সতর্ক পদক্ষেপ নাকি কৌশলের ঘাটতি

তালেবানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেশি দূর এগোতে ভারতের অনীহা থাকতে পারে। এর পেছনে কারণ হতে পারে, ঘনিষ্ঠ সম্পর্ক ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের’ দেশটিকে তার নীতিগত অবস্থান নিয়ে জটিলতায় ফেলতে পারে। এমনটাই মনে করেন বিশ্লেষকেরা।

শর্মা বলেন, ‘দীর্ঘদিন ধরে ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু আফগানিস্তানে নারীদের শিক্ষার ব্যাপারে জারি করা বিধিনিষেধের এমনকি নিন্দাটুকু জানাতে ব্যর্থ হয়েছে ভারত। এ ইস্যুতে তারা একেবারে নিশ্চুপ। তাহলে দেশবাসীর কাছে আমরা কী সংকেত পাঠাচ্ছি?’

ভারত অনেক আগে থেকে আফগানিস্তানে তার শক্ত উপস্থিতি বজায় রেখে এসেছে। পশ্চিমা হস্তক্ষেপে ২০০১ সালে দেশটিতে তালেবান সরকারের পতন ঘটলে সেখানে আগেভাগে কূটনৈতিক মিশন পাঠানো দেশগুলোর একটি ছিল ভারত। যাহোক, এ অঞ্চলে গুরুত্বপূর্ণ নানা স্বার্থ থাকার পরও কাবুলের ব্যাপারে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণে ঘাটতি রয়েছে নয়াদিল্লির।

শর্মা বলেন, আফগানিস্তানে মার্কিন মদদপুষ্ট সরকারের পতনের পর দেশটিকে নিয়ে এক নতুন পরিস্থিতিতে পড়েছে ভারত। বিশ্বের অনেক দেশ যখন নতুন বাস্তবতার সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার পথে এগিয়েছে, ভারত আফগানিস্তানকে তখন ‘হিমাগারে’ রেখেছে। তিনি আরও বলেন, এমনকি যুক্তরাষ্ট্র জঙ্গি সংগঠন আইএসকেপি মোকাবিলায় তালেবানের সঙ্গে কাজ করছে। উল্লেখ্য, সংগঠনটি আইএসের একটি শাখা এবং এটি আফগানিস্তানে সক্রিয় আছে বলে মনে করা হয়।

এই বিশ্লেষক বলেন, ‘তালেবানকে অনুপ্রাণিত ও সহযোগিতা করা ইরান, এমনকি পাকিস্তানও তালেবানের সঙ্গে যোগাযোগের বিভিন্ন পথ খোলা রেখেছে। প্রাথমিকভাবে তাজিকিস্তান সরকার তালেবানের প্রতি খুবই বৈরী মনোভাবাপন্ন থাকলেও তারা এখন সেই অবস্থানে নেই।’

বিশ্লেষকেরা বলছেন, এ অঞ্চলের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হওয়ার পরও ভারত আফগানিস্তানের সব পক্ষের সঙ্গে অতীতে যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এতে দীর্ঘ মেয়াদে তার স্বার্থই হয়ে পড়েছে একঘরে।

শর্মা বলেন, ‘প্রথম পর্যায়ে আমরা যে ভুলটা করেছি তা হলো, আমাদের সব চেষ্টা-তদবির হামিদ কারজাই সরকারের (আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট) কাছে ন্যস্ত করেছি, এরপর আশরাফ গনির (তালেবানের হাতে ক্ষমতাচ্যুত) কাছে।’

ভারতের এ অবস্থানের পরিবর্তন দরকার বলে মনে করেন শর্মা। তিনি বলেন, এটি মেরামত করতে হয়তো সময় লাগবে। কেননা, আফগান সমাজ সম্পর্কে ভারতের গুরুত্বপূর্ণ বোঝাপড়ায় ঘাটতি থাকতে পারে।

সূত্র: প্রথম আলো।

Link copied!