ইউক্রেন-রাশিয়া কিংবা হামাস-ইসরায়েল যুদ্ধ নয়, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে কূটনীতিকদের মধ্যে। যেকোনো সময় ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলা শুরু হয়ে যেতে পারে। যা এই দুই দেশের মধ্যে যুদ্ধের ইঙ্গিত বয়ে আনতে পারে।
গত ১ এপ্রিল দামেস্কে হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইরান। দিয়ে যাচ্ছে একের পর এক হুঁশিয়ারি। এর মধ্যেই ইসরায়েলের মাটিতে আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইসরায়েলে হামলার লক্ষ্যে ইরান প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তারা। আগামী দুই দিনের মধ্যে এই হামলা হতে পারে।
‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান তেহরানকে: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহহিয়ানের সঙ্গে ফোনালাপে উত্তেজনার তীব্রতা বৃদ্ধি এড়াতে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইসরায়েল, লেবানন ও ফিলিস্তিনে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র: ইরানের পাল্টা হামলার আশঙ্কার মধ্যেই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান হামলা করলে ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। সাফ জানিয়ে দিয়েছেন, ইরান ও তার প্রক্সিদের যে কোনো হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে।