যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৪, ০৫:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

প্রতীকী ছবি

টানা দুই দিন আতঙ্কে নাকানিচুবানি খাইয়ে পরিশেষে গতকাল শনিবার দিবাগত রাতে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। হামলার পর পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ফোনালাপ হয়েছে। এতে বাইডেন নেতানিয়াহুকে তার দেশের প্রতি সমর্থনের কথা বলেন। এর আগেও বহুবার তিনি এ কথা বলেছেন।

১ এপ্রিল দামেস্কে কনস্যুলেটে হামলার জবাবে গতকাল শনিবার ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর এবার ওয়াশিংটনকে সতর্ক করেছে তেহরান।

ইরানের জাতিসংঘ মিশন সামজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে উল্লেখ করেছে, ‘এই সামরিক পদক্ষেপ দামেস্কে আমাদের কূটনৈতিক এলাকায় ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের পাল্টা জবাব ছিল।’

সতর্ক করে তারা আরও বলেছে, ‘ইসরায়েল সরকার আরেকটি ভুল করলে সেক্ষেত্রে ইরানের জবাব আরও কঠোর হবে।’

ওই বার্তায় আরও বলা হয়, ‘ইরান ও দুর্বৃত্ত ইসরায়েল সরকারের মধ্যে এটি একটি সংঘাত। এই সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দূরে থাকতে হবে!’

সূত্র: এএফপি

Link copied!