সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:০৮ পিএম

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ (সোমবার)। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে এ পর্যন্ত জমা দিয়েছেন ১৬৬ জন।

গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের স্বাক্ষরিত প্রার্থীদের সংখ্যাগত তথ্য থেকে এসব তথ্য জানা যায়।

হুমায়ুন কবীর জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬৬ জন।

আঞ্চলিক হিসাবে দেখা যায়, রংপুর অঞ্চলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৫৮ জন, জমা দিয়েছেন ছয় জন। রাজশাহী অঞ্চলে সংগ্রহ ৩০৫ জন, জমা ২০ জন। খুলনা অঞ্চলে সংগ্রহ ৩৪৭ জন, জমা ২০ জন। বরিশাল অঞ্চলে সংগ্রহ করেছেন ১৮২ জন, জমা দিয়েছেন ১৫ জন। ফরিদপুর অঞ্চলে সংগ্রহ ১৫৫ জন, জমা ১৭ জন। ঢাকা অঞ্চলে সংগ্রহ করেছেন ৫৯৬ জন, জমা দিয়েছেন ২২ জন। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৩৮৩, ৪৬২, ১৬৯ ও ২৮৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন ১৫, ২৮, ১০ ও ১৩ জন।

ইসি জানিয়েছে, আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ থাকবে।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পরে ১৮ ডিসেম্বর তফসিলসংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়।

সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

Link copied!