আরও বড় যুদ্ধের দিকে ইসরায়েল, কাজ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৮, ২০২৪, ০৯:১৫ পিএম

আরও বড় যুদ্ধের দিকে ইসরায়েল, কাজ করছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই আরও একটি বড় যুদ্ধের আভাস মিলেছে। আশঙ্কা করা হচ্ছে, আরও একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরায়েল। আর এই যুদ্ধ ঠেকাতে কাজ ‍শুরু করেছে দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের একজন বিশেষ দূত জানান, ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে কাজ করছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৮ জুন) লেবানন সফরে হোয়াইট হাউসের বিশেষ দূত আমোস হোচস্টেইন বলেন, “ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে অল্প পরিসরে হামলায় জড়িয়ে পড়েছে। এই অবস্থায় নতুন করে এক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ  ঠেকাতে কাজ করে যাচ্ছে। গত বছর অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার পর থেকেই তেল আবিবে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।

সফরে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত। এতে দ্রুত এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। ওই সাক্ষাতের পর হোচস্টেইন সাংবাদিকদের বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমরা এ অঞ্চলে নতুন উত্তেজনা লক্ষ্য করছি। তাই নতুন করে সৃষ্ট হওয়া এই উত্তেজনা বন্ধে বাইডেন প্রশাসন কাজ করে যাচ্ছে।”

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রতিক্রিয়াস্বরূপ গাজায় হামলা শুরু করে ইসরায়েল। সবশেষ চলতি সপ্তাহের রোববার ঈদের দিনেও সেখানে নির্বিচার হামলা চালিয়ে বহু নিরস্ত্র ও বেসামরিক লোককে হত্যা করে যাচ্ছে ইহুদিবাদী দেশটি। হামাসের হামলার সমর্থনে ৮ অক্টোবর থেকে ইসরায়েলে হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সূত্র: আল জাজিরা

Link copied!