গত ৭ অক্টোবর থেকে তিন মাস ধরে চলমান ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। যে কারণে ওই জনপদে বসবাসরত ১১ লাখ শিশুর জীবন ঝুঁকিতে আছে বলে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
বার্তাসংস্থা এএফপির শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গাজার বেশিরভাগ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ‘গাজা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের জরুরি মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়ক মার্টিন গ্রিফিথ।
শিশুদের জীবন ঝুঁকির পেছনে কারণ হিসেবে ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠা সংঘাতের মুখোমুখি হওয়া, অপুষ্টিতে ভোগা ও জরুরি স্বাস্থ্যসেবা না পাওয়াকে চিহ্নিত করেছে সংস্থাটি।
জাতিসংঘ আরও জানায়, গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং নানা সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে বড় আকারের মানবিক সংকট সৃষ্টি হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলায় এক হাজার ১৪০ জন নিহত হন। হামাসের হাতে জিম্মি হন ২৫০ জন। ইসরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী, হামাসের হাতে এখনো ১৩২ জন আটক আছেন। জিম্মি অবস্থায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। বাকিরা এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পান।
হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকেই টানা তিন মাস ধরে গাজায় নিরবচ্ছিন্নভাবে স্থল ও বিমানহামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। চলমান এই হামলায় ফিলিস্তিনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২২ হাজার ৬০০ জন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। নিহতদের মাঝে অন্তত নয় হাজার ৬০০ শিশু রয়েছে। আহত হয়েছেন প্রায় ৫৭ হাজার ৯১০ জন, যার মধ্যে আট হাজার ৬৬৩ শিশুও রয়েছে। নিখোঁজ আছেন সাত হাজারেরও বেশি মানুষ।