চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার নতুন জোট

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২০, ২০২৩, ১২:৩২ এএম

চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার নতুন জোট

দক্ষিণ চীন সাগরে বেইজিং এবং পিয়ংইয়ংয়ের ‘বিপজ্জনক ও আগ্রাসী আচরণ’ ঠেকাতে জাপান ও দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে নতুন সামরিক জোট গঠন করছে যুক্তরাষ্ট্র।

রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টদের অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ সংক্রান্ত বৈঠক শেষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।

বৈঠক পরবর্তী বিবৃতিতে তিন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বলেন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ যে, জোটভুক্ত কোনও দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য হুমকি হয়ে ওঠা যে কোনও চ্যালেঞ্জ, উসকানি এবং আচরণ এই তিন দেশ একসঙ্গে মোকাবিলা করবে।

এছাড়া প্রতি বছর দক্ষিণ চীন সাগরে যৌথ সামরিক মহড়া এবং বছরে অন্তত একবার ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্তও নিয়েছেন তারা।

বৈঠকে তিন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান নিজেদের মধ্যে যোগাযোগব্যবস্থা বাড়ানো এবং একটি সরবরাহ চেইনবিষয়ক সতর্ক ব্যবস্থা স্থাপনসহ সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক করে তোলার কথা ঘোষণা করেন।

Link copied!