গাজা দখল হবে ইসরায়েলের ‘বড় ভুল’: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৩, ০৪:০২ পিএম

গাজা দখল হবে ইসরায়েলের ‘বড় ভুল’: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সর্বাত্মক হামলার আগে উত্তর গাজার ইসরায়েলি সীমানার কাছে বিপুল সংখ্যক সৈন্য জড়ো হয়েছে। গাজা ছেড়ে যেতে ফিলিস্তিনিদেরকে দেওয়া আল্টিমেটামও শেষ হয়েছে।

মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনি ভূখণ্ডে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, গাজায় ইসরায়েলের দখলদারিত্ব হবে একটি ‘বড় ভুল’।

সোমবার ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাদের গাজায় স্থল হামলার প্রস্তুতির মুখে গতকাল সিবিএস নিউজকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

সিবিএস নিউজের সিক্সটি মিনিট অনুষ্ঠানে বাইডেনকে প্রশ্ন করা হয়—আমেরিকার মিত্র যদি গাজা দখল করে তাহলে আপনি সমর্থন দেবেন কি? জবাবে তিনি বলেন, ‍‍`আমি মনে করি, এটা বড় ভুল হবে।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`হামাস সব ফিলিস্তিনির প্রতিনিধিত্ব করে না। তবে সেখানে অভিযান চালিয়ে চরমপন্থিদের বের করে দেওয়া জরুরি।‍‍`

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জানিয়েছেন, খুব শিগগিরই গাজায় প্রবেশ করবে তাদের সেনারা এবং গাজায় গিয়ে হামাসকে ধ্বংস করবে তারা। রবিবার যুদ্ধের সম্মুখভাগে সেনাদের সঙ্গে দেখা করতে যান আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। সেখানে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

জেনারেল হেরজি হালেভি সেনাদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের দায়িত্ব হলো এখন গাজায় প্রবেশ করা। সেখানে যাওয়া যেখানে হামাস প্রস্তুতি নিচ্ছে, কাজ করছে, পরিকল্পনা করছে এবং (রকেট) ছুড়ছে। তাদের সব দিক দিয়ে হামলা করুন, প্রত্যেক কমান্ডার, প্রত্যেক সদস্য এবং সবাইকে ধ্বংস করুন।’

Link copied!