জুলাই ৬, ২০২৪, ১১:২৬ এএম
ডোনাল্ড ট্রাম্পের কাছে গত ২৮ জুন বিতর্কে লজ্জাজনকভাবে হেরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর থেকেই নানা মহল থেকে আগামী নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য তাকে চাপের মুখোমুখি হতে হচ্ছে। তবে কোনওভাবেই প্রার্থিতা প্রত্যাহার করবেন না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলে দিয়েছেন, সর্বশক্তিমান ঈশ্বরই একমাত্র তাকে পদত্যাগে বাধ্য করতে পারেন।
শুক্রবার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক ‘আনস্ক্রিপ্টেড’ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সাফ জানিয়ে দেন, “আমি এসব চাপ গ্রাহ্য করছি না। সর্বশক্তিমান ঈশ্বরই একমাত্র আমাকে পদত্যাগে বাধ্য করতে পারেন।”
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর থেকে তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েক জন সদস্য মনেপ্রাণে চাইছেন যে আপনি (জো বাইডেন) যেন আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এ প্রসঙ্গে আপনার সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া কী?
জবাবে বাইডেন বলেন, “সর্বশক্তিমান ঈশ্বর যদি আমার সামনে এসে আমাকে (প্রার্থিতা প্রত্যাহারের) আদেশ দেন, তবে আমি সেটা করতে পারি।”
এদিন উইসকনসিনে ডেমোক্রেটিক পার্টির ভোটারদের একটি মিছিল ও সমাবেশে যোগ দেন বাইডেন। সেই কর্মসূচিরই এক ফাঁকে এই সাক্ষাৎকার দেন তিনি।
গত ২৮ জুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্ক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ৪০ মিনিট ১২ সেকেন্ডের এই বিতর্কে বিতর্কে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, মূল্যস্ফীতি, কর, গণতন্ত্র, গর্ভপাত এবং গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে তুমুল আলোচনা হয়। তবে এতে খুব একটা আত্মবিশ্বাসী দেখা যায়নি বাইডেনকে। খোদ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস স্বীকার করেছেন, বাইডেন ধীরগতিতে বিতর্ক করেছেন। তবে শেষে দৃঢ়ভাবেই শেষ করতে পেরেছেন বলেও জানিয়েছেন তিনি।
বিতর্কের একপর্যায়ে জো বাইডেন বলেছেন, ট্রাম্প যদি নির্বাচনে পরাজিত হন তবে যুক্তরাষ্ট্রে রক্তবন্যা বয়ে যাবে। পক্ষান্তরে ট্রাম্প বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে তেমন কিছুই হবে না।
বিতর্ক চলাকালীন বাইডেনকে নিষ্প্রভ দেখা গেলেও ডোনাল্ড ট্রাম্পকে বেশ আত্মবিশ্বাসীই দেখা যায়। ইউক্রেন যুদ্ধ নিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ক্ষমতায় আসার আগে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সমঝোতা করতে পারবো।”
গাজা যুদ্ধ নিয়েও বলতে ছাড়েননি ট্রাম্প। গাজায় চলমান ইসরায়েলি অভিযান নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একজন ‘খারাপ ফিলিস্তিনির মতো’ কাজ করছেন বলে মন্তব্য করেছেন।
ট্রাম্প-বাইডেন বিতর্কের পর থেকেই জো বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহার করে অন্য ডেমোক্র্যাটদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। চলতি বছর নভেম্বরের মার্কিন নির্বাচন থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গত ২৯ জুন মার্কিন প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে জো বাইডেনের জন্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোই ‘সবচেয়ে বড় জনসেবা’ বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: বিবিসি