আগস্ট ১৯, ২০২৪, ০৪:০০ এএম
রাস্তায় খাবার বিক্রি করে নিজের পড়াশোনার খরচ চালান ভারতের একজন পিএইচডি গবেষক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই চিত্র দেখা গেছে।
ভারতের তামিল নাড়ু রাজ্যের ওই ব্যক্তির নাম দারুল রাইয়ান। ভিডিওতে দেখা যায়, ক্রিস লুইস নামে একজন বিদেশি ইউটিউবার গুগল ম্যাপ দেখে রাস্তার পাশের একটি দোকানে খাবার খেতে যান। সেখানে খাবার ফরমায়েশ বা অর্ডার করেন তিনি। এরপর কথায় কথায় দোকানদার জানান, তিনি দোকান চালানোর পাশাপাশি পড়াশুনা করছেন। তাও আবার বায়োটেকনোলজিতে পিএইচডি গবেষণারত। দোকানদারের এই কথা শুনে বিদেশি ইউটিউবার বেশ অবাক হন।
আরও অবাক হন যখন জানতে পারেন, গুগলে ওই দোকানদারের নাম লিখে সার্চ দিলেই তার গবেষণা নিবন্ধগুলো চলে আসবে।
ওই দোকানদারের সঙ্গে আলাপ করে বিদেশি ইউটিউবার জানতে পারেন, ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে পিএইচডি করছেন ওই দোকানদার। তিনি জানান, রাস্তার পাশে ১৬ বছর বয়স থেকে দোকান পরিচালনা করে আসছেন। যেখানে এখনও খণ্ডকালীন কাজ করে নিজের পড়াশুনার খরচ জোগাচ্ছেন ওই দোকানদার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই ভারতে সমালোচনার রব উঠেছে। অনেকেই একজন পিএইচডি গবেষকের পড়াশুনার সব খরচ বহনের ইচ্ছা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ গোটা শিক্ষাব্যবস্থাকেই ধুয়ে দিচ্ছেন।