আইএমএফের তালিকায় দারিদ্র্য বেড়েছে আফ্রিকায়

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৫, ২০২৪, ০৯:৪৫ এএম

আইএমএফের তালিকায় দারিদ্র্য বেড়েছে আফ্রিকায়

প্রতীকী ছবি

বিশ্বের দরিদ্রতম দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মাথাপিছু জিডিপি হিসাব ধরে করা এই তালিকায় শীর্ষ ১০ দেশের সবগুলোই আফ্রিকার অন্তর্গত। চলতি বছর ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, জিডিপির হিসাবে বিশ্বের দরিদ্রতম দেশ হলো দক্ষিণ সুদান। দেশটির মাথাপিছু জিডিপি ৪৯২ দশমিক ৭২ ডলার।

আইএমএফের সূচকে বিশ্বের দরিদ্রতম দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বুরুন্ডি। দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধের সম্মুখীন দেশটির মাথাপিছু জিডিপি ৯৩৬ দশমিক ৪২ ডলার।

তালিকায় এরপরই রয়েছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের নাম। দেশটির মাথাপিছু জিডিপি এক হাজার ১৪০ ডলার। সোনা-তেল-ইউরেনিয়াম-হীরার মতো বহু মূল্যবান রত্নভাণ্ডার থাকা সত্ত্বেও দারিদ্র্যে ডুবে আছে এই দেশ।

সূচকে বিশ্বের চতুর্থ স্থানে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। দেশটি মাথাপিছু জিডিপি এক হাজার ৫৭০ ডলার। এরপরেই আছে মোজাম্বিক। দেশটির মাথাপিছু জিডিপি এক হাজার ৬৫০ ডলার। বিশ্বের ষষ্ঠ দেশের নাম হলো মালাবি। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৭১০ ডলার। এরপরই আছে নাইজার, চাদ, লাইবেরিয়া ও মাদাগাস্কার। এসব দেশের মাথাপিছু জিডিপি যথাক্রমে ১ হাজার ৭৩০, ১ হাজার ৮৬০, ১ হাজার ৮৮০, ১ হাজার ৯৯০ ডলার। 

আইএমএফের প্রতিবেদনে এসব দেশের দারিদ্র্যের মূল কারণগুলো মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। অবকাঠামোতে বিনিয়োগ, অর্থনৈতিক বৈচিত্র্যের প্রচার ও রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এসব দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

Link copied!