নতুন বছরে সামরিক ব্যয় বাড়িয়ে যুদ্ধের রূপ পাল্টে দেয়ার পরিকল্পনায় পুতিন

আল জাজিরা

ডিসেম্বর ২১, ২০২৩, ০৬:১৫ পিএম

নতুন বছরে সামরিক ব্যয় বাড়িয়ে যুদ্ধের রূপ পাল্টে দেয়ার পরিকল্পনায় পুতিন

সংগৃহীত ছবি

নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে আসার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার নিরাপত্তায় ১৫৭ বিলিয়ন ডলার ব্যয় করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সামরিক খাতে রাশিয়ার এই ব্যয় হবে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বেশি। চলতি বছরের ব্যয়ের চেয়েও ৭০ শতাংশ বাড়বে এই ব্যয়।

গত ১৪ ডিসেম্বর মস্কোর ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে বর্ষ সমাপনী সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘বাস্তবে লড়াইয়ের সব জায়গায় আমাদের সশস্ত্র বাহিনী ধীরে ধীরে তাদের অবস্থানের উন্নতি করছে। কার্যত সবাই সক্রিয় রয়েছে।’

এর তিন দিন পর পুতিন তাঁর ইউনাইটেড রাশিয়া পার্টির বৈঠকে বক্তব্যে যুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটান। ইউক্রেনকে নাৎসিমুক্ত ও সামরিক শক্তিহীন করার যে কথা বলে দেশটিতে আক্রমণ করেছিলেন, সেই কথা পুনরাবৃত্তি করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া হয় একটি সার্বভৌম, সম্পূর্ণরূপে নিজেদের ওপর নির্ভরশীল শক্তি হবে, অন্যথায় এর কিছুই থাকবে না।’

অন্যদিকে চলমান যুদ্ধের জন্য সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬১ দশমিক ৪ বিলিয়ন এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ৭৬ দশমিক ৬ বিলিয়ন ডলার সামরিক সহায়তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এই যুদ্ধে ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতাদের মধ্যে মতভিন্নতায় আটকে গেছে এসব সামরিক সহায়তা।

১৯ ডিসেম্বর বর্ষ সমাপনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তহবিল আটকে যাওয়া নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েন। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে যুক্তরাষ্ট্র আমাদের পতন হতে দেবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব বিষয়ে আমাদের সম্মতি হয়েছে, সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করা হবে।’

জেলেনস্কি বলেন, ‘৫০ বিলিয়ন ইউরোর (ইউরোপীয় ইউনিয়নের) বিষয়ে আমি আত্মবিশ্বাসী যে খুব নিকট ভবিষ্যতে তারা যখন আবার বসবে, তখন একটা সিদ্ধান্ত নিশ্চয় আসবে। এমনভাবে এর আয়োজনটা করা হয়েছে যে ইউক্রেন যেন এই ৫০ বিলিয়ন ইউরো পায়, তা নিশ্চিত করার পদ্ধতি রয়েছে।’

ইউরোপীয় ইউনিয়ন আগামী চার বছরে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে। পাশাপাশি আগামী বছরের জন্য আরও ২০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা হিসেবে দিতে চায়। সব মিলিয়ে এই সহায়তার পরিমাণ দাঁড়ায় ৭৬ দশমিক ৬ বিলিয়ন ডলার।

তবে যুদ্ধের ময়দানে ইউক্রেনের অবস্থা সুবিধাজনক নয়। যুদ্ধক্ষেত্রে ইউক্রেন বাহিনী যে গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণ শুরু করেছে, সেখানে উল্লেখযোগ্যভাবে কোনো সীমান্ত এলাকা পুনর্দখল হয়নি। লড়াই নিয়ে ইউক্রেনের জেনারেলদের মধ্যে মতভিন্নতার খবর বেরিয়েছে। অপর দিকে রুশ বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে নতুন গতি পেয়েছে। তাদের আক্রমণের মুখে ইউক্রেন বাহিনীই নিজেদের আত্মরক্ষামূলক অবস্থানে নিতে বাধ্য হয়েছে।

অন্যদিকে জার্মান সংবাদমাধ্যম বিল্ডে ১৪ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে একটি রুশ সূত্রের বরাতে জানানো হয়, ২০২৪ সালের শেষ নাগাদ লুহানস্ক ও দোনেৎস্কের বাকি এলাকা এবং খারকিভ অঞ্চলের বড় এলাকা রাশিয়ার দখলে নিতে চান পুতিন। এতে সফল হলে গত বছরের সেপ্টেম্বর থেকে ইউক্রেন বাহিনী পাল্টা আক্রমণে যে সফলতা পেয়েছে, তা ঘুরিয়ে দেওয়া হবে।

রাশিয়ার ওই সূত্র আরও বলেছে, পুতিনের দ্বিতীয় ধাপের পরিকল্পনা হলো ২০২৫ ও ২০২৬ সালের শেষ নাগাদ ইউক্রেনের জাপোরিঝঝিয়া ও নিপ্রোপেত্রোভস্কের একটি বড় অঞ্চল দখলে নেওয়া এবং খারকিভ শহরের দিকে আরও এগিয়ে যাওয়া।

Link copied!