টানা তিনদিন ধরে ভোটগ্রহণ শেষে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অবধারিতভাবেই যেন জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। এবারের নির্বাচনে তার পক্ষে ভোট পড়েছে প্রায় ৮৭ শতাংশ।
এই নির্বাচনের মধ্য দিয়ে পুতিনের আরও ছয় বছরের আয়েশে ক্রেমলিনে থাকার নিশ্চয়তা মিললো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে পুতিন নিজের ক্ষমতাকে সুদৃঢ় করে তুলেছেন। তবে শক্তিশালী বিরোধী কেউ প্রার্থী না থাকায় নির্বাচনের স্বচ্ছ্বতা নিয়ে সমালোচনা তো আছেই।
স্থানীয় সময় সোমবার (১৮ মার্চ) ভোরে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পশ্চিমা বিশ্বকে উপেক্ষা ও ইউক্রেন যুদ্ধ অব্যহত রাখার সিদ্ধান্তের প্রতিফলন হিসেবে এই ফলাফল তুলে ধরেন। পুতিন বলেন, ‘কে বা কতটা তারা আমাদের ভয় দেখাতে চায়, কে বা কতটা তারা আমাদের দমন করতে চায়, আমাদের সংকল্প, আমাদের চেতনা - ইতিহাসে কেউই এমন কিছুতে সফল হতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘এটি (পশ্চিমাদের এই কৌশল) এখনও কাজ করছে না এবং ভবিষ্যতেও কাজ করবে না। কখনোই না।’
উল্লেখ্য, এবারের নির্বাচনে পুতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জয়ী হওয়ায় এখন তিনি পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হবেন ও সেক্ষেত্রে তার ক্ষমতার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়বে।