এবার গাজায় ‘সত্যিকারের বিপর্যয়’ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৩, ০৮:২৮ এএম

এবার গাজায় ‘সত্যিকারের বিপর্যয়’ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সংঘাতে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ছবি: রয়টার্স

গাজার বর্তমান অবস্থা উল্লেখ করে সতর্কতা বাণী দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, গাজায় মাত্র ২৪ ঘণ্টার পানি, বিদ্যুৎ ও জ্বালানি অবশিষ্ট আছে। এর পরই শুরু হবে ‘সত্যিকারের বিপর্যয়’।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ডব্লিউএইচও’র পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক আহমেদ আল-মানধারী বলেছেন, বোমাবর্ষণে বিধ্বস্ত ও অবরুদ্ধ এলাকাগুলোতে অবশ্যই ত্রাণ পৌঁছানোর অনুমতি দিতে হবে। অত্যাবশ্যকীয় ত্রাণ বহনকারী শত শত ট্রাক এখন মিসরের রাফা সীমান্তে আটকে আছে।

তিনি বলেন, মেডিকেল সহায়তা না পৌঁছালে রোগীদের জন্য মৃত্যু সনদ লিখতে শুরু করতে হবে চিকিৎসকদের।

ফিলিস্তিনি অঞ্চলে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী লিন হেসটিংস জানান, ইসরায়েল গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিনিময়ে হামাসের হাতে জিম্মিদের মুক্তির চেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।

স্থানীয়রা জানিয়েছেন, টয়লেটে যাওয়া, গোসল করা ও কাপড় ধোয়ার মতো দৈনন্দিন কাজগুলোও এখন অসম্ভব হয়ে পড়েছে।

এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের দায়িত্বে থাকা জাতিসংঘের কর্মকর্তারা জানান, সংঘাতের এক সপ্তাহের মাঝেই ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। তবে সংখ্যাটি আরও বাড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Link copied!