মে ২৫, ২০২৫, ০২:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেইনজুড়ে অন্তত ১২ জন নিহত ও ডজনের বেশি আহত হয়েছে।
বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের পাশাপাশি জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো হতাহতের এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
এর মধ্যে কিইভের পশ্চিমে ঝিতোমিরে তিন শিশু আর দক্ষিণের শহর মাইকোলাইভে বয়স ৭০ এর ঘরে থাকা এক বৃদ্ধ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি বিভাগ।
একদিন আগেই কিইভ তুমুল রুশ হামলার শিকার হয়েছিল, তাতে কিইভে প্রাণহানির খবর পাওয়া না গেলেও ইউক্রেনজুড়ে অন্তত ১৩ নিহতের খবর মিলেছিল।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার কেবল চার ঘণ্টাতেই তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো মস্কোসহ বিভিন্ন এলাকায় ৯৫টি ইউক্রেনীয় ড্রোন হয় নিস্ক্রিয় নয়তো ভূপাতিত করেছে। কিইভের এই ড্রোন হামলায় কারও হতাহতের খবর পাওয়া না গেলেও মস্কোর বিমানবন্দরগুলোতে বিমান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সর্বাত্মক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন, এখন মস্কোর দখলে প্রতিবেশী দেশের প্রায় ২০ শতাংশ ভূমি। এর মধ্যে অবশ্য ২০১৪ সালে দখলে নেওয়া ক্রাইমিয়া উপদ্বীপও আছে।
ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে খেমেলনিৎস্কি অঞ্চলের প্রধান সেরহি তিউরিন রুশ হামলায় ৪ নিহত ও ৫ জন আহতের কথা জানিয়েছেন।
“৬টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আরও ২০টি ক্ষতিগ্রস্ত হয়েছে,” বলেছেন তিনি।
কিইভের আঞ্চলিক প্রধান মাইকোলা কালাশনিক প্রথমে তিন নিহত ও ১০ জন আহত হওয়ার কথা জানালেও পরে ইউক্রেইনের জরুরি পরিষেবা বিভাগ ডিএসএনএস নিহতের সংখ্যা ৪ ও আহত ১৬ বলে জানায়। নিহতদের মধ্যে তিনটি শিশুও আছে।
কালাশনিক রুশ হামলার পর আগুন ধরে যাওয়া কয়েকটি বাড়ির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
কেবল রাজধানী কিইভেই ১১জন আহত, একটি ডরমেটরিসহ একাধিক আবাসিক ভবনে আগুন লাগা ও ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
রুশ হামলার সময় শহরটির মেট্রোর ভূগর্ভস্থ স্টেশনগুলোতে শত শত লোককে আশ্রয় নিতেও দেখা গেছে।
খারকিভে তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আটটি অঞ্চল লক্ষ্য করে ড্রোন ছুড়েছিল ইউক্রেন।
“মস্কো সময় ২৪ মে রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত দায়িত্বরত আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো ইউক্রেনের ৯৫টি উড়োজাহাজ ঘরানার মনুষ্যবিহীন উড়ুক্কু যান প্রতিহত ও ধ্বংস করেছে,” বিবৃতিতে বলেছে তারা।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাজধানীর দিকে ধেয়ে আসা ১২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। নিচে পড়া ড্রোনের ধ্বংসাবশেষে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জরুরি বিভাগের কর্মীরা তা খতিয়ে দেখছেন।
মস্কোর দক্ষিণে তুলা অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টের জানালা ভেঙেছে এবং একটি আবাসিক ভবনের আঙিনায় আছড়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর দিমিত্রি মিলায়েভ।
কেউ হতাহত হয়নি, বলেছেন তিনি।
পাল্টাপাল্টি এ হামলা এমন সময়ে হচ্ছে যখন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্দি বিনিময়ও চলছে।
তুরস্কের ইস্তাম্বুলে হওয়া সমঝোতার ধারাবাহিকতায় দুইপক্ষ শুক্র ও শনিবারে দুই দফায় প্রায় এক হাজার ৪০০ জনকে মুক্তি দিয়েছে। এর মধ্যে সৈন্যের পাশাপাশি বেসামরিক নাগরিকরাও রয়েছেন।