জুলাই ১৫, ২০২৪, ০৫:২২ এএম
আস্থা ভোটে মাওবাদী নেতা পুষ্প কামাল দাহালের পরাজয়ের পর নেপালে নতুন সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন দেশটির তিনবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন থাকা কে পি শর্মা অলি (৭২)। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল চতুর্থবারের মতো তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন। আজ তার শপথগ্রহণের কথা রয়েছে।
সোমবার (১৫ জুলাই) নতুন মন্ত্রিসভার সঙ্গে অলিরও শপথ নেওয়ার কথা রয়েছে। দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার সম্মুখীন হওয়ার কারণে কে পি শর্মা অলিকে প্রধানমন্ত্রী নিযুক্ত হলো।
‘চীনপন্থী’ অলি কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউনিফায়েড মার্কসবাদী-লেনিনবাদী) প্রধান। শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন নেপালি কংগ্রেসের সমর্থন নিয়ে আবারও কাঠমান্ডুর প্রধানমন্ত্রীর চেয়ারে ফিরে এলেন তিনি।
এর আগে গত শুক্রবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আস্থা ভোটে পরাজিত হন পুষ্প কামাল দাহাল। ফলে দেশটির সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদ অনুসারে শুরু হয় নতুন সরকার গঠনের প্রক্রিয়া। নেপালি কংগ্রেসের ৮৮ ও ইউএমএলের ৭৮ জনসহ ১৬৬ জন আইনপ্রণেতার সমর্থন পেয়ে প্রেসিডেন্ট পাউডেল অলিকে সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী নিযুক্ত করা হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১১ অক্টোবর থেকে ২০১৬ সালের ৩ আগস্ট পর্যন্ত, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের মে ও ২০২১ সালের মে থেকে ১৩ জুলাই পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন কে পি শর্মা অলি।
সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি