টাইটানিক সিনেমার সেই দরজা বিক্রি হল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৪, ১২:১৮ পিএম

টাইটানিক সিনেমার সেই দরজা বিক্রি হল

বিলাসবহুল জাহাজ টাইটানিক ১৯১২ সালের ১৫ এপ্রিল ডুবে গিয়েছিল। জাহাজটির দুই হাজার ২০০ যাত্রীর মধ্যে মাত্র ৭০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। টাইটানিকের সেই করুণ পরিণতি নিয়ে ১৯৯৭ সালে পরিচালক জেমস ক্যামেরন নির্মাণ করেন এক কালজয়ী সিনেমা। রুপালি পর্দায়ও ইতিহাস সৃষ্টি করে ‘টাইটানিক’। জাহাজডুবির করুণ মুহূর্তের সঙ্গে জ্যাক-রোজের সরল প্রেম বিশ্বজুড়ে মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়।

সিনেমার সেই দরজা এবার উঠেছে নিলামে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, ৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে দরজাটি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৭ কোটি ৯০ লাখ টাকারও বেশি।

ওই নিলামে আরও বেশ কিছু ঐতিহাসিক সিনেমার ব্যবহৃত পণ্য, সরঞ্জামও তোলা হয়। তবে এসব কিছুর মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে টাইটানিকের সেই দরজাটি। কারণ, এই দরজা নিয়ে সিনেমার পরে অনেক প্রশ্ন ছিল।

জ্যাক ভক্তরা নির্মাতা জেমস ক্যামেরনকে প্রশ্ন করেছিল, কেন সেই দরজায় জ্যাককে তোলা হয়নি? কেন তাকে বাঁচানো হলো না? এ সকল প্রশ্নের উত্তরও দিয়েছেন পরিচালক।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন এই নিলামের আয়োজন করে।

Link copied!