লিবিয়ার বন্যা

এত মৃত্যু এড়ানো যেত বলে মনে করছে বিশ্ব আবহাওয়া সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৯:১৭ পিএম

এত মৃত্যু এড়ানো যেত বলে মনে করছে  বিশ্ব আবহাওয়া সংস্থা

সংগৃহীত ছবি

লিবিয়ার আবহাওয়া সতর্কীকরণ ব্যবস্থাকে অনেকটাই অকার্যকর বলে মন্তব্য করে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানায়, চাইলে দেশটিতে বন্যায় এত বেশি মানুষের মৃত্যু এড়ানো যেত। 

বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানা যায়।

ডব্লিউএমওর সেক্রেটারি জেনারেল পেত্তেরি তালাস বলেন, আবহাওয়া ব্যবস্থার সংস্কারে ডব্লিউএমও এর আগে লিবিয়ার কর্তৃপক্ষকে সহায়তা করার চেষ্টা করেছিল। কিন্তু নিরাপত্তা হুমকির কারণে তা বাধাগ্রস্ত হয়। যেহেতু দেশটির নিরাপত্তা পরিস্থিতি খুবই কঠিন, সেখানে গিয়ে পরিস্থিতির উন্নতি ঘটানোও সে রকমই কষ্টসাধ্য।

এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও লিবিয়ার কর্তৃপক্ষ বলছে আরও ১০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

দেশটির আল-বায়দা মেডিকেল কলেজের পরিচালক আব্দুল রহিম মাজিক দাবি করেছেন, মৃতের সংখ্যা ২০ হাজারের ঘরে পৌঁছাবে। সৌদি টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দেরনার মেয়র আবদুলমেনাম আল–ঘাইথিও মৃতের সংখ্যা ২০ হাজারে পৌঁছানোর আশঙ্কা প্রকাশ করেছেন।

এর আগে গত রবিবার লিবিয়ার দেরনা শহরে প্রলয়ংকরী একটি ঝড় ও জলোচ্ছ্বাসে দুইটি বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় এক লাখ বাসিন্দার বন্দরনগরী দেরনা। ভয়াবহ ঝড় ও জলোচ্ছ্বাসে সমুদ্রে ভেসে যায় অসংখ্য মানুষ।

Link copied!