পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩, ২০২৩, ১০:২৩ পিএম

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পেলেন এই তিন বিজ্ঞানী।

ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- পিয়েরে অ্যাগোস্টিনি (যুক্তরাষ্ট্র), ফেরেঙ্ক ক্রাউস (জার্মানি) এবং অ্যান ল‍’হুইলিয়ার (সুইডেন)। 

মঙ্গলবার বাংলাদেশ সময় পৌনে ৪টার দিকে নোবেল কমিটি জানায়, রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এই তিনজনকে পদার্থবিজ্ঞানে ২০২৩ সালের নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অ্যাগোস্টিনি, ক্রাউস এবং হুইলিয়ার তাদের গবেষণায় দেখান  ইলেকট্রন গতিবিদ্যায় পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করে কীভাবে আলোর অ্যাটোসেকেন্ড পালস তৈরি হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মানবজাতিকে পরমাণু এবং অণুর ভিতরে ইলেকট্রনের জগত অন্বেষণের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছেন তারা।

নোবেল কমিটি জানিয়েছে, পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল‍‍’ হুইলিয়ার আলোর অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরি করার একটি উপায় আবিষ্কার করেছেন, যা দ্রুত প্রক্রিয়াগুলো পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে, যেখানে ইলেক্ট্রনগুলো চলে বা শক্তি পরিবর্তন করে।

গতকাল সোমবার থেকে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে এই বছর নোবেল জিতেছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের এই দুই বিজ্ঞানীকে নোবেল দেওয়া হয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা।

আগামীকাল বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর ৫ অক্টোবর সাহিত্যে ও ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। আগামী ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।

নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর ৫ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৯ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক নোবেলের অর্থনৈতিক বিজ্ঞানে অবদানের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে।

Link copied!