ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এই যুদ্ধকে তিনি ‘পাগলামি’ হিসেবে আখ্যায়িত করেছেন।
তার এই আহ্বানের ফলে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ক্রেমলিন তাদের নিজ নিজ শর্ত তালিকাবদ্ধ করার তাড়না বোধ করছে বলে জানিয়েছে রয়টার্স।
৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো জেলেনস্কির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেন। এর কয়েক ঘণ্টার পর রোববার ট্রাম্প ওই আহ্বান জানান।
তিনি আলাপ আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের অঙ্গীকার করলেও এ পর্যন্ত তা নিয়ে বিস্তারিত আর কিছু জানাননি।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তি করতে ও এই পাগলামি বন্ধ করতে চায়। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি করে আলোচনা শুরু করা উচিত।”
এই যুদ্ধে ইউক্রেন প্রায় চার লাখ সেনা হারিয়েছে বলে জানান তিনি।
তিনি আরও লিখেছেন, “আমি ভ্লাদিমিরকে ভালোভাবে চিনি। এটাই তার সক্রিয় হওয়ার সময়। চীন সাহায্য করতে পারবে। বিশ্ব অপেক্ষায় আছে!”
নটরডেম ক্যাথেড্রালের নতুন করে উদ্বোধন উপলক্ষ্যে ট্রাম্প প্যারিসে ছিলেন। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর উপস্থিতিতে জেলেনস্কির সঙ্গে বসেছিলেন তিনি। কিন্তু প্রায় এক ঘণ্টা ধরে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে সেটি পরিষ্কার হয়নি।
ফ্রান্স ও ইউক্রেন শুধু বলেছে, ভালো ও ফলপ্রসু আলোচনা হয়েছে।
রবিবার ট্রাম্পের বার্তার প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্স এ জেলেনস্কি বলেছেন, শান্তি শুধু একখণ্ড কাগজ না, এক্ষেত্রে অঙ্গীকারেরও প্রয়োজন। অন্য যে কারও চেয়ে ইউক্রেইনই শান্তি বেশি চায়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, রাশিয়া আলোচনা করার জন্য প্রস্তুত আছে, কিন্তু সেটি হতে হবে ২০২২ সালে ইস্তাম্বুলে যে সমঝোতা হয়েছিল তার ভিত্তিতে আর এতে বর্তমান বাস্তবতাও আমলে নিতে হবে।