২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেরে ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে আত্মসমর্পণ করেছেন। তবে আধ ঘণ্টার ব্যবধানেই জর্জিয়ার ফুলটন কান্টি কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন। এজন্য অবশ্য তাঁকে গুনতে হয়েছে ২ লাখ মার্কিন ডলার।
এ নিয়ে ট্রাম্প চতুর্থবারের মতো আদালতে আত্মসমর্পণ করলেন। কারাগারে তার মাগশট গ্রহণ করা হয়েছে। সরকারি কাজে ব্যবহার করার জন্য কারাবন্দিদের তোলা ছবিকে মাগশট বলা হয়। এটি কয়েদিদের নম্বর। ট্রাম্পের কয়েদি নম্বর “পি০১১৩৫৮০৯। এই প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কারাগারে তার মাগশট গ্রহণ করা হয়েছে।
কারাগার থেকে বের হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পের নেওয়া মাগশট প্রকাশ করা হয় যাতে দেখা যায়, সাবেক প্রেসিডেন্ট নীল ব্লেজার এবং লাল টাই পরে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।
মার্কিন গণমাধ্যম সিএনএন ও কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার কারাগার থেকে বেরিয়ে ডোনাল্ড ট্রাম্প হার্টসফিল্ড-জ্যাকসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যান। সেখানে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই কমান্ডার-ইন-চিফ।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমেরিকার জন্য এটি খুবই দুঃখের দিন। এখানে যা ঘটেছে তা ন্যায়বিচারের প্রতারণা।আমি কোনো ভুল করিনি।”
৭৭ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “তারা যা করছে, তা আসলে নির্বাচনী হস্তক্ষেপ। আমাদের দেশে এমনটি আগে কখনো ছিল না। আমরা মোটেই কোনো অন্যায় করিনি, আমরা প্রতিটি পর্যায়ে পুরোপুরি ঠিক পথে রয়েছি। একেবারে প্রতিটি পর্যায়ে। আমরা এমন এক নির্বাচনকে চ্যালেঞ্জ করছি, যাকে আমরা মনে করি অন্যায়। আমরা মনে করি, এটি খুবই অন্যায়।”
ট্রাম্পের বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে জাতীয় নিরাপত্তা তথ্য তার বাসায় নিয়ে যাওয়া, ফেডারেল পর্যায়ে জো বাইডেনের কাছে পরাজিত হওয়া ২০২০ সালের নির্বাচনীয় ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করা, পর্ন স্টার স্টোমি ড্যানিয়েলসকে গোপনে অর্থ দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ানোর ব্যবস্থা করা।
এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক কফি কান্টির জিওপি চেয়ার ক্যাথি লাথাম, জর্জিয়ার আইনজীবী রে স্মিথ, ট্রাম্পের সাবেক আইনজীবী কেনেথ চেসেব্রো, ট্রাম্পের সাবেক নির্বাচনী আইনজীবী সিডনি পাওয়েল, জর্জিয়ার সাবেক স্টেট সিনেটর ডেভিড শেফার। তারা সবাই গত বুধবার আত্মসমর্পণ করেন। হোয়াইট হাউজের সাবেক চিফ অব স্টাফ মার্ক মিডোস বৃহস্পতিবার বিকেলে আত্মসমর্পণ করে এক লাখ ডলারের বন্ডে মুক্তি পান।