রাতভর ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি ড্রোন-রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৫, ২০২৪, ১০:১৩ এএম

রাতভর ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি ড্রোন-রকেট হামলা

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট নির্বাচন হওয়া সত্ত্বেও থেমে নেই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। গতকাল বৃহস্পতিবার রাতভর ইউক্রেনে একে অপরের বিরুদ্ধে ড্রোন ও রকেট হামলা করেছে। পাল্টাপাল্টি এ হামলার মধ্যেই শুক্রবার (১৫ মার্চ) সকালে দেশটিতে ১১টি টাইম জোনে (সময়ভিত্তিক অঞ্চল) ভোটগ্রহণ শুরু হয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর গতকাল বৃহস্পতিবার রাতের পাল্টাপাল্টি ড্রোন ও রকেট হামলা সবচেয়ে বড় মাত্রা বলে উল্লেখ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ‘বেলগোরোদের সীমান্ত অঞ্চল ও মস্কোর দক্ষিণ-পশ্চিমের কালুগা অঞ্চলে ড্রোন ও রকেট ভূপাতিত করা হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশ হওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘মোট পাঁচটি ড্রোন ও দুটি রকেট ভূপাতিত করা হয়েছে।’

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম রিয়া নোভোস্তি জানায়, কর্তৃপক্ষ আকাশ হামলার সতর্কতা জারি করে ও বেসামরিক লোককে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। এ সময় বেলগোরোদ শহরে কয়েকজন ভোটার ভোটকেন্দ্র ছেড়ে বোমা শেল্টারে আশ্রয় নেন।

রাশিয়ার লিপেৎস্ক অঞ্চলের গভর্নর জানান, শুক্রবার এই জেলায় ইউক্রেন থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আকাশে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ইরানে নির্মিত ২৭টি ড্রোন ও আটটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনীয় ভূখণ্ডে রাতভর হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিমানবাহিনী জানায়, ‘২৭টি ড্রোনই ধ্বংস করা হয়েছে।’

Link copied!