এপ্রিল ৮, ২০২৪, ১১:৫১ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র সাত মাস বাকি, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সব প্রার্থী এরই মধ্যে নেমেছেন সরব প্রচারণায়। ভোটারদের মন গলাতে চলছে নানা চেষ্টা তো রয়েছেই, বিশেষত সুইং অঙ্গরাজ্যগুলোতে।
অন্যদিকে গাজায় চলমান ইসরায়েলের হামলার প্রতিবাদমুখর দেশটির মুসলিমদের কঠোর অবস্থানে জোসেফ রবিনেট বাইডেন জুনিয়রের আবারও মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে যেন চিড় ধরতে চলেছে।
গত সপ্তাহে হোয়াইট হাউজের ইফতারে আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছেন মুসলিম নেতারা।
আক্রান্ত গাজার বিষয়ে মার্কিন সরকারের নীতিমালা বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মার্কিন মুসলিম নেতাদের একাংশ বৈঠক করলেও তারা হোয়াইট হাউজের ইফতার আমন্ত্রণকে নাকচ করে দেন।
গত অক্টোবর থেকে চলমান ধংসযজ্ঞ স্বত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যহতভাবে ইজরায়েলকে সমর্থনের প্রতিবাদে মুসলিম নেতারা জো বাইডেন প্রশাসনকে সতর্ক করে বলেছেন, যদি তিনি তার অবস্থান পরিবর্তন না করেন, তবে তারা ‘আনকমিটেড ভোট’ প্রদানের হুমকি দেন।
মার্কিন মুসলিম সংগঠনগুলোর দাবিগুলো হচ্ছে: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাৎক্ষণিকভাবে গাজায় স্থায়ী অস্ত্র বিরতির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে নিরাপদ ও নিরবিচ্ছিন্ন ত্রাণ সহায়তা সরবরাহের ব্যবস্থা করতে হবে। তার পাশাপাশি ১৩ লাখ শরণার্থীর আশ্রয় নেওয়া রাফায় ইজরায়েলি হামলা ঠেকাতে হোয়াইট হাউজকে উদ্যোগ নিতে হবে।
অতি দ্রুত নীতিমালায় পরিবর্তন না এলে হলে, গাজায় মর্মান্তিকভাবে আক্রান্তদের প্রতি শোকের জবাব আসতে পারে ব্যালট পেপারে, এমনটাই বলেছেন এমগেইগসহ অন্যান্য মুসলিম সংগঠনের নেতারা।