ট্রাম্পের বিরুদ্ধে মামলা নিয়ে যা বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৫:৫২ এএম

ট্রাম্পের বিরুদ্ধে মামলা নিয়ে যা বললেন পুতিন

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি: বিবিসি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে চলমান ‘ইস্টার্ন ইকোনোমিক ফোরাম’-এ যোগ দিয়ে পুতিন বলেন, এসব মামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্রে দুর্নীতি কত গভীর। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে আমার মতামত হচ্ছে, এটি একটি ভাল বিষয়। কারণ এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনীতি যে পচে গেছে তা প্রকাশ্যে চলে এসেছে। ট্রাম্পের বিরুদ্ধে যা হচ্ছে তা হলো, পুরোপুরি রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর উপরে নিপীড়ন। আর এটা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও গোটা বিশ্বের মানুষের সামনে।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট যেই হোক না কেনো ভবিষ্যতে কী হবে তা আমাদের পক্ষে বলা কঠিন। তবে সবকিছু রাতারাতি বদলে যাবে এমনটা আশা করা যায়না।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্কের যে বর্তমান অবস্থা, তাতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যেই আসুক না কেনো রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

Link copied!