ইসরাইলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন। গত ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে গত ৭ অক্টোবরের ঘটনার ব্যর্থতার দায় নিয়ে হালিভা ইসরায়েলের সেনাপ্রধানের সঙ্গে আলাপ করে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে, নিয়ম অনুসারে ও পেশাগত প্রক্রিয়া মেনে উত্তরসূরি নিয়োগের পর হালিভা তাঁর দায়িত্ব ছেড়ে দেবেন, তিনি অবসরে যাবেন।
ইসরায়েলি সামরিক বাহিনীতে ৩৮ বছরের পেশাগত জীবন হালিভার। পদত্যাগপত্রে তিনি ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নেওয়ার কথা উল্লেখ করেছেন।
ইসরায়েলি সেনাবাহিনী সাংবাদিকদের হালিভার পদত্যাগপত্রের একটি অনুলিপি দিয়েছে। সেখানে হালিভা লিখেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিকভাবে প্রাণঘাতী হামলা চালায়। এই ঘটনার ক্ষেত্রে তাঁর নেতৃত্বাধীন সামরিক গোয়েন্দা বিভাগ অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি। তখন থেকে তিনি এই কালো দিনটিকে তাঁর সঙ্গে বয়ে বেড়াচ্ছেন। তিনি দিনের পর দিন, রাতের পর রাত এই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। ভয়াবহ এই যন্ত্রণা তিনি আজীবন বয়ে বেড়াবেন।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বর্তমানে সেনাবাহিনী হালিভার বিরুদ্ধে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। জুনের শুরুতে তদন্তের ফল আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভির কাছে জমা দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিকভাবে প্রাণঘাতী হামলা চালায়। ইসরাইলের সরকারি তথ্য অনুয়ায়ী, হামাসের হামলায় ১ হাজার ১৭০ জন নিহত হয়েছেন।
জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ১৫১ জন নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু।