গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল মেনে নেবে?

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১১, ২০২৪, ০৪:৪১ এএম

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল মেনে নেবে?

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে পাশ হয়েছে। ছবি: এএফপি

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। ১৫ সদস্যের মধ্যে এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪টি। এতে ভোট দেওয়া থেকে বিরত ছিল শুধু রাশিয়া। প্রশ্ন উঠেছে, এই প্রস্তাব মেনে নেবে তো ইসরায়েল? জাতিসংঘে ইসরায়েলি প্রতিনিধি বলেন, “হামাস উপকৃত হয় এমন কোনো আলোচনায় আমরা অংশীদার হতে পারবো না?”

শান্তির জন্য আজ আমরা ভোটাভুটি করলাম
- লিন্ডা থমাস-গ্রিনফিল্ড
মার্কিন দূত, জাতিসংঘ

তবে গাজায় একের পর এক নিরীহ প্রাণ সংহার করতে থাকা ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। প্রস্তাবটি প্রকৃত অর্থেই তারা মানবে কিনা সেটা নিয়েও কিছু বলেনি তারা। বরং তাদের দিক থেকে না মানার অভিপ্রায় লক্ষ্য করা গেছে বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সিএনএনের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাব পাশের পর জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি রুট শাপির বেন-নাফতালি বলেছেন, “আমরা গাজায় যুদ্ধ চালিয়ে যাবো। সেই সঙ্গে হামাস উপকৃত হয় এমন কোনো অর্থহীন আলোচনায় অংশ নেবে না।”

এর আগে গত ৩১ মে গাজায় ৩ ধাপে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাবটি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১০ জুন) এই প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়।

আমরা গাজায় যুদ্ধ চালিয়ে যাবো। সেই সঙ্গে হামাস উপকৃত হয় এমন কোনো অর্থহীন আলোচনায় অংশ নেবে না
- রুট শাপির বেন-নাফতালি
ইসরায়েলি প্রতিনিধি, জাতিসংঘ

প্রস্তাবটি পাশের সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নতুন সুযোগ বলেও অভিহিত করেন তিনি। বলেছেন, “শান্তির জন্য আজ আমরা ভোটাভুটি করলাম।”

এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে যুদ্ধবিরতির শর্তগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটা নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছা আছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

এর আগে চলতি বছর ২৫ মার্চ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ১৪ সদস্য। তখন ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র। তবে সেই প্রস্তাব গ্রাহ্য করেনি ইসরায়েল।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তারপর থেকে গাজায় অভিযানের নামে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটির অভিযানে এখনও পর্যন্ত ৩৬ হাজার ৭০০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া ১২০ জন ইসরায়েলি জিম্মি এখনও হামাসের হাতে আছে। যাদের মধ্যে ৪৩ জন এরই মধ্যে প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Link copied!