ভারতের হাসপাতালগুলোতে আতঙ্ক নিয়েই কাজ করছেন নারী চিকিৎসকরা

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৬, ২০২৪, ১০:৩৮ এএম

ভারতের হাসপাতালগুলোতে আতঙ্ক নিয়েই কাজ করছেন নারী চিকিৎসকরা

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে একজন শিক্ষানবীশ চিকিৎসককে (৩১) ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশব্যাপী বিক্ষোভের ঝড় উঠেছে। এর মধ্যেই জানা গেল, একপ্রকার আতঙ্ক নিয়েই এখন হাসপাতালে কাজ করতে হচ্ছে শিক্ষানবিশ নারী চিকিৎকদের।

সম্প্রতি ঘটে যাওয়া শিক্ষানবীশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে দেবলীনা বসু নামে (২৭) একজন শিক্ষানবীশ চিকিৎসক বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তার মানসিক অভিঘাতের (ট্রমা) বিষয়টি উঠে আসে।

দেবলীনা বসু বলেন, “হাসপাতালে কাজ করার সময় এখন আতঙ্কে থাকি। হাসপাতালে কাটানো সর্বদা অনিরাপদ মনে হয়। ধর্ষণ ও হত্যার শিকার মানুষটির সঙ্গে যা কিছু হয়েছে, সেটা ভাবলে এখনও শিউরে উঠি। এরপর থেকে রাতে ঠিকমতো ঘুমাতেও পারছি না। এখন আর নিরুদ্বেগে থাকতে পারছি না।”

তিনি আরও বলেন, “হাসপাতালের যেখানে আমার সহকর্মী ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন সেখান থেকে মাত্র কয়েক মিটার দূরের একটি কক্ষে ৩ সপ্তাহ আগে আমি বিশ্রাম নিতে গিয়ে আতঙ্ক বোধ করছিলাম। একপর্যায়ে আমি আতঙ্কের কথা মাথা থেকে সরিয়ে ফেলি। আর নিজের মধ্যে সাহস আনি, পাশের রুমে আমার সহকর্মী আছে মনে করে।”

সহকর্মী দেবলীনা বসুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন অন্যান্য চিকিৎসকরা। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেবলীনাও বুধবারের বিক্ষোভে অংশ নেন। ঘটনার পর থেকে তিনি নিজেও উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছেন।

৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এরপর গত বুধবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে বিক্ষোভ হয়। ‘রাতের দখল নাও’ ব্যানারে ওই বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিলেন। বিক্ষোভে নেতৃত্ব দেন বেশির ভাগই নারী।

Link copied!