অস্ত্র আইন কঠোর করার পক্ষে অধিকাংশ মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৯, ২০২২, ১০:০৫ পিএম

অস্ত্র আইন কঠোর করার পক্ষে অধিকাংশ মার্কিন নাগরিক

অস্ত্র আইন কঠোর হলে শিক্ষা প্রতিষ্ঠানসহ উন্মুক্ত স্থানে হত্যাকাণ্ডের ঘটনা এতো ঘটতো না বলে মনে করেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ বেসামরিক নাগরিক। বার্তা সংস্থা এপি জানিয়েছে, অস্ত্র আইনে অস্ত্রের সহজলভ্যতা স্কুল এবং অন্যান্য এলাকাকে অনিরাপদ করে তুলেছে। অথচ দুই দশক আগেও এই পরিস্থিতি আরও ভালো ছিলো।

সম্প্রতি চালানো একটি জরিপে মার্কিনীরা এ তথ্য দিয়েছেন। জরিপ বলছে, অস্ত্র বিষয়ে এখনো মার্কিনীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। গত মঙ্গলবার (২৪ মে) টেক্সাসের উভাল্ডের একটি স্কুলে এক তরুণের এলোপাতাড়ি গুলিতে ১৯ শিশুসহ ২১ জন নিহত হয়। এর ঠিক ১০ দিন আগে ১৪ মে নিউইয়র্কের একটি শপিংমলে একই ধরণের হামলায় ১০ জন নিহত হন। এরপর থেকেই ক্ষমতাসীন ডেমোক্রেট পার্টির নেতারা অস্ত্র আইন কঠোর করতে প্রস্তাব করে আসছেন। যদিও ডেমোক্রেটরা চাইলেও তাদের এ প্রস্তাবে বিরোধী রিপাবলিকান শিবিরের ভেটোর সম্ভাবনা রয়েছে।       

Link copied!