আইএমএফের পদ ছাড়ছেন গীতা গোপীনাথ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ০২:২৯ এএম

আইএমএফের পদ ছাড়ছেন গীতা গোপীনাথ

পদত্যাগ করছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। আগামী বছরের জানুয়ারি মাসে তিনি তার পূর্বতন কর্মস্থল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপনায় ফিরে যাবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে আইএমএফ।

বিবৃতিতে আরো বলা হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তার (গীতা গোপীনাথ) ছুটির মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করায় তিনি দুই বছরের পরিবর্তে তিন বছর আইএমএফের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পালন করেন।

গীতা গোপীনাথ আইএমএফের গবেষণা বিভাগের প্রধান ছিলেন। যেখানে তার কাজ ছিল প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক রিপোর্ট পর্যালোচনা করে সদস্যদেশগুলোর জিডিপির ব্যাপারে ভবিষ্যদ্বানী করা।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা প্রতিষ্ঠানটির প্রথম কোন নারী প্রধান অর্থনীতিবিদ হিসেবে করোনা মহামারির সময় অর্থনীতির সঠিক পূর্বাভাস দেওয়ায় গীতা গোপীনাথের অকুন্ঠ প্রশংসা করে বলেন, ‘আইএমএফ এবং এর সদস্য দেশগুলোর জন্য গীতার অবদান এক কথায় অবিস্মরণীয় এবং আইএমএফে তার কাজের প্রভাব দূর্দান্ত’।

ক্রিস্টালিনা আরো বলেন, ‘এই মহামারির সময়ে মহামন্দা পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতি সবচেয়ে ভয়াবহ সঙ্কট পার করছে। এসময়ে আমরা তার তীক্ষ্ণ মেধা ও গভীর জ্ঞানের দ্বারা দারণভাবে উপকৃত হয়েছি’।

ভারত-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক গীতা গোপীনাথ ২০১৮ সালের অক্টোবরে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ হিসেবে যোগ দেন।

আইএমএফ জানিয়েছে, তারা অতিদ্রুত গীতার স্থলাভিষিক্ত করতে কাউকে খুঁজে বের করবে।

এদিকে, বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ও আইএমএফের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনাকে ঘিরে সম্প্রতি বিতর্ক উঠেছে। তার সঙ্গে গীতার পদত্যাগের কোন যোগ সাজস নেই বলেই বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Link copied!