আফগানিস্তানে ১০০ কোটি ডলার সহায়তার ঘোষণা ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৩, ২০২১, ০৪:৫৪ পিএম

আফগানিস্তানে ১০০ কোটি ডলার সহায়তার ঘোষণা ইইউ’র

আফগানিস্তানে মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় এড়াতে সহযোগিতার ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন জি-২০ জোটের নেতারা। এ ক্ষেত্রে তালেবানকে সহযোগিতা করা হলেও স্বীকৃতি দেওয়া হবে না বলেও জানান বিশ্বনেতারা।

মঙ্গলবার (১২ অক্টোবর) শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট- জি টোয়েন্টির (জি-২০) জোটের এক জরুরি সম্মেলনে এসব জানান

ভার্চুয়াল বৈঠকে যোগ দেন বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশের সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানে মানবিক সংকট মোকাবিলায় আফগানিস্তানকে নগদ অর্থ দিতে সম্মত হন বিশ্ব নেতারা। কিন্তু কোনোভাবেই যেনো তালেবানের হাতে সেই তহবিল না পৌঁছায়- এমন অভিমত দেশগুলোর।

এর আগেই জাতিসংঘ মহাসচিব আশঙ্কা প্রকাশ করেন- শিগগিরই জরুরি পদক্ষেপ না নিলে সারাবিশ্বকে দিতে হবে চরম মূল্য। মৌলিক অধিকারগুলো সুরক্ষিত করা না গেলে উন্নত জীবনের সন্ধানে আরও মানুষ ছাড়বেন আফগানিস্তান। বাড়বে মাদক-মানব পাচার এবং সন্ত্রাসবাদ।

আগস্টে তালেবান দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আফগানিস্তান ইস্যুতে এটাই জি-টোয়েন্টির প্রথম বৈঠক।

ওই সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেছেন, মানবিক সংকট মোকাবিলায় আফগানিস্তানকে জরুরি সহযোগিতা দেয়া প্রয়োজন। বিশ্ব নেতাদের একযোগে কাজ করতে হবে। জাতিসংঘকে একটি নীতিমালা নির্ধারণের আহ্বান জানাচ্ছি। কিন্তু সহায়তার জন্য তালেবানের সাথেই যোগাযোগ করতে হবে; কোনো বিকল্প নেই। তার মানে এই নয় যে- তালেবান সরকারকে অনুমোদন দিচ্ছে আন্তর্জাতিক মহল। তালেবানের কথা না বরং কাজ দেখেই নেয়া হবে সিদ্ধান্ত।

সম্মেলনের শুরুতেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১০০ কোটি ইউরো বরাদ্দের ঘোষণা দেয়। এই অর্থ আফগানিস্তানে মানবিক সাহায্যসামগ্রী পাঠানোর কাজে এবং ১৫ আগস্ট তালেবান দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আফগানদের দেশত্যাগে সহযোগিতাকারী দেশগুলোকে দেওয়া হবে বলে জানায় ইইউ।

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, ‘দেশটিকে (আফগানিস্তান) সংঘাতের পথে ধাবিত হতে দেওয়া উচিত হবে না।’

তবে সরাসরি তালেবানের হাতে অর্থ না দিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে সহযোগিতা কার্যক্রম চালানোর আহ্বান জানান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আফগানিস্তানের অর্থনীতি রক্ষায় জাতিসংঘের পক্ষ থেকে বিশ্বনেতাদের প্রতি বিলিয়ন বিলিয়ন ডলার বরাদ্দের আহ্বান জানানোর পর এই জরুরি সম্মেলন আহ্বান করে জি-২০ জোট কর্তৃপক্ষ। তবে এবারের সম্মেলনে আশানুরূপ বরাদ্দ মেলেনি বলে বিবিসির খবরে বলা হয়েছে।

জি-২০ জোটের অন্তর্ভুক্ত রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র: বিবিসি, আলজাজিরা।

Link copied!