আবারও লকডাউন চীনে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১১, ২০২২, ০৩:৫১ পিএম

আবারও লকডাউন চীনে

নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে চীনে। ফের লকডাউনের জন্য বিধিনিষেধ আরোপ শুরু হয়েছে। এরমধ্যেই ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলন আগামী সপ্তাহে। এই সম্মেলনকে সামনে রেখে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

 

তবে লকডাউনের কারণে বিশ্বের অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। সাংহাইসহ বেশ কয়েকটি শহরে করোনার বিধিনিষেধ আরোপের ফলে শিল্পোৎপাদন ব্যাহত হবে এবং তার প্রভাব পড়বে বৈশ্বিক সরবরাহ চেইনে। চলমান অনিশ্চয়তার প্রভাবে চীনের শ্রমবাজারে ভয়াবহ পরিণতি নেমে এসেছে।

দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত রোববার চীনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৭৮ জন, যা প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ। সাংহাইয়ে আক্রান্ত হয়েছে ৩৪ জন। যে এলাকায় সংক্রমণের ঘটনা ঘটেছে সে এলাকা লকডাউনের আওতায় আনা হয়েছে। সাংহাইয়ের দুটি জেলায় সিনেমা হল ও অন্যান্য বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। চীনের বাণিজ্য কেন্দ্রটিতে লকডাউনের হানা ফের শঙ্কা নিয়ে হাজির হয়েছে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর জন্য।

Link copied!