আরও একবার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শের বাহাদুর দেউবা। দেশটির সংবিধানের ৭৬(৫)-এর অনুচ্ছেদ অনুসারে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি। মঙ্গলবার (১৩ জুলাই) নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশটির সকল নাগরিকের জন্য দ্রুততম সময়ে টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। নেপালের একান্তিপুর ম্যাগাজিন এ তথ্য জানায়।
এর আগে, নেপালের সুপ্রিম কোর্ট গত সোমবার এক ঐতিহাসিক রায়ে নেপালি কংগ্রেস প্রধান শেহ বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। আদালতের পক্ষ থেকে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারিকে মঙ্গলবারের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে ভেঙে দেওয়া প্রতিনিধি পরিষদকে পুনর্বহাল করারও নির্দেশ দিয়েছিলেন আদালত।
প্রধান বিচারপতি ছলেন্দ্র শুমসার রানার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই রায় দেন। রায়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পরামর্শে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি কর্তৃক পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দেউবাকে নিয়োগ দেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী। এরই মধ্যে অফিসে নিজ দায়িত্বভার গ্রহণ করেছেন দেউবি। এর আগে দেশটির রাষ্ট্রপতি ভবন শিতল নিবাসে শপথ গ্রহণ করেন তিনি।
৭৪ বছর বয়সী শেহ বাহাদুর দেউবা এর আগে চারবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ থেকে ৯৭-এর মার্চ পর্যন্ত প্রথমবার দায়িত্ব পালন করেন এরপর ২০০১-২০০২, ২০০৪-২০০৫ এবং সর্বশেষ ২০১৭ থেকে ২০১৮ সালে প্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি।