ইরান ইস্যুতে ট্রাম্পের পথেই হাঁটছেন বাইডেন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২১, ০৭:২৬ পিএম

ইরান ইস্যুতে ট্রাম্পের পথেই হাঁটছেন বাইডেন

২০১৫ সালে সাক্ষরিত পারমাণবিক চুক্তির শর্ত মেনে না নিলে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনি বলেছেন, আগে যুক্তরাষ্ট্র তার দেশের ওপর থেকে সবধরণের নিষেধাজ্ঞা তুলে নিলে, তবেই পরমাণু চুক্তির শর্ত মানবে ইরান। যুক্তরাষ্ট্র যদি তেহরানকে চুক্তির শর্ত মানাতে চায়, তাহলে শুধু মৌখিক আশ্বাস না দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

২০১৫ সালে পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি বাতিল করে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। ফলে ইরানও তার প্রতিশ্রুতি থেকে সরে আসে।

নির্বাচনী প্রচারণায় তেহরানকে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও ইউরেনিয়াম মজুতের পরিমাণ কমানোর ব্যাপারে রাজি করতে পারবেন বলে আশা ব্যক্ত করেছিলেন বাইডেন।

নিজেদের পরমাণু কর্মসূচিকে ‘শান্তির জন্য’ বলে দাবি করে আসছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের দাবি, অব্যাহতভাবে তেজস্ক্রিয় ইউরেনিয়ামের মজুত বাড়িয়ে যাচ্ছে ইরান। এই তেজস্ক্রিয় পদার্থটি রিঅ্যাক্টর জ্বালানির পাশাপাশি নিউক্লিয়ার বোমা তৈরিতেও ব্যবহার হয়। এ কারণে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। ট্রাম্প প্রশাসন ইরানের ব্যাপারে কড়া অবস্থান নিয়েছিল। বাইডেন প্রশাসনও সেই পথে হাঁটছে। 

তথ্যসূত্র: আল-জাজিরা

 

Link copied!