এক রকেটে ৪১টি স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড গড়লো চীন

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৬, ২০২৩, ০৪:৫৭ পিএম

এক রকেটে ৪১টি স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড গড়লো চীন

কক্ষপথে স্থাপনের জন্য একটি রকেটেই ৪১টি স্যাটেলাইট পাঠিয়ে স্যাটেলাইট উৎক্ষেপণে নতুন রেকর্ড গড়ল চীন।  এক মিশনে এত স্যাটেলাইট পাঠানোর ঘটনা এই প্রথম। 

চীনা সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (১৫ জুন) চীনের শানজি প্রদেশের তাইইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইট বহনকারী লং মার্চ টুডি নামের রকেটটি উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় দুপুর দেড়টায় যাত্রা শুরু করে এটি। দ্রুত সময়ের মধ্যেই রকেট নিরাপদে পূর্ব নির্ধারিত কক্ষপথে পৌঁছায়।

লং মার্চ রকেট সিরিজের ৪৭৬তম মিশন ছিল এটি। কর্তৃপক্ষ জানায়, নতুন স্থাপন করা স্যাটেলাইটগুলো বাণিজ্যিক রিমোট সেন্সিং পরিষেবা এবং এ সংক্রান্ত প্রযুক্তিতে ব্যবহার করা হবে। এই স্যাটেলাইটের বেশিরভাগ জিলিন-১ সিরিজের। জিলিন-১ চীনের নিজেদের তৈরি প্রথম বাণিজ্যিক রিমোট সেন্সিং স্যাটেলাইট সিস্টেম।

২০১৫ সালে প্রথম জিলিন-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করে চীন, যার ওজন ছিল ৪২০ কেজি। কিন্তু দেশটির দাবি, গত আট বছরে ওজন মাত্র ২২ কেজিতে আনতে সক্ষম হয়েছে তারা।

চীন রিলে স্যাটেলাইট নিয়েও কাজ করছে। এই স্যাটেলাইট সিস্টেম দিয়ে ২০৩০ সাল নাগাদ চাঁদ ও পৃথিবীর মধ্যে সংযোগ রক্ষা করতে চায় বেইজিং। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারীদের অবতরণ করারও লক্ষ্য হাতে নিয়েছে দেশটি। সব মিলিয়ে মহাকাশ গবেষণায় চীন বড় অগ্রগতির পথে হাঁটছে তা বলাই যায়।

Link copied!