এসএসসি পরীক্ষা ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২২, ০১:০০ পিএম

এসএসসি পরীক্ষা ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট

আগামী ১৯ জুন চলতি বছরের এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সব শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে সম্ভাব্য এ তারিখ ঘোষণা করা হয়েছে।

গত বছরের মতো এবারেও এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা হচ্ছে না। তবে চলতি বছর দুটি পাবলিক পরীক্ষায় বিষয় বেড়েছে। এর মধ্যে এসএসসিতে চারটি বিষয়- ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান বাদ দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এইচএসসিতে একটি বিষয়- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাদ দেওয়া হয়েছে। এই বিষয়গুলোতে গত বারের মতো এবারও সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেওয়া হবে। অথাৎ শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয় ও ঐচ্ছিক ১টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, স্বাভাবিক সময়ে এসএসসিতে বিভিন্ন বিষয়ে ১২টি পত্রে ও এইচএসসিতে বিভিন্ন বিষয়ে ১৩টি পত্রে পরীক্ষা হয়।

যেভাবে হবে মানবণ্টন

এসএসসিতে ইংরেজি প্রথম পত্রে ৫০ নম্বর, ইংরেজি দ্বিতীয় পত্রে ৫০ নম্বর আর ব্যবহারিক আছে এমন বিষয়ে ৪৫ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রচনামূলক ৩০ নম্বর আর এমসিকিউতে ১৫ নম্বর থাকবে। এছাড়া যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (রচনামূলক ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে।

এইচএসসিতেও ইংরেজি প্রথম পত্রে ৫০ নম্বর, ইংরেজি দ্বিতীয় পত্রে ৫০ নম্বর ও বাংলা দ্বিতীয় পত্রে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যবহারিক শিক্ষা আছে এমন বিষয়ে ৪৫ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রচনামূলক ৩০ নম্বর আর এমসিকিউতে ১৫ নম্বর থাকবে। এছাড়া যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (রচনামূলক ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে।

পরীক্ষার সময়

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সময় থাকবে ২ ঘণ্টা।  এর মধ্যে রচনামূলকের জন্য ১ ঘণ্টা ২০ মিনিট আর এমসিকিউর জন্য ২০ মিনিট।

শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল থেকে আর এইচএসসির ৮ জুন। এছাড়া, এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে ১৯ মে, এইচএসসির ১৪ জুলাই।

Link copied!