করোনার উৎপত্তি নিয়ে নতুন তথ্য হু’র

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২১, ১২:৩৩ পিএম

করোনার উৎপত্তি নিয়ে নতুন তথ্য হু’র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিরা জানিয়েছেন, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা যা ভাবা হয়েছিল, তার চেয়ে অনেক বেশি ছিল। তারা আরও জানান, জরুরি ভিত্তিতে উহান শহরের লাখো মানুষের রক্তের নমুনা পরীক্ষা করে দেখার সুযোগ চেয়েছেন তারা। তবে চীন এখনো তাদের সে অনুমতি দেয়নি।

প্রতিনিধিদলের প্রধান পিটার বেন এমবারেক সম্প্রতি সুইজারল্যান্ডে ফিরে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান,‘ দীর্ঘ সময়ের অনুসন্ধানের পর দলের সদস্যরা ২০১৯ সালে উহানে করোনার ব্যাপক বিস্তারের নমুনা পেয়েছেন। তারা জানতে পারেন গত ডিসেম্বরেই উহানে ভাইরাসের প্রায় ডজনখানেক স্ট্রেইন সক্রিয় ছিল।’ এমবারেক আরও জানান, করোনায় আক্রান্ত হওয়া প্রথম ব্যক্তির সাথে কথা বলার সুযোগ পেয়েছেন তারা।

চীনে করোনা ভাইরাসের সংক্রমণের উৎস শনাক্তে তদন্ত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই প্রতিনিধিদল। বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বেইজিং প্রথমে ১৭ সদস্যের প্রতিনিধিদলকে উহানে যেতে অস্বীকৃতি জানায়। কয়েক মাস ধরে সমঝোতা-প্রচেষ্টার পর উহানে সংস্থাটির প্রতিনিধিদের তদন্তকাজে ঢুকতে দিতে রাজি হয় বেইজিং।

তথ্যসূত্র: সিএনএন

 

 

Link copied!