অক্টোবর ৫, ২০২২, ০৫:৩৬ পিএম
আসছে শুক্রবার (৭ অক্টোবর) ঘোষণা করা হবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম। তবে পুরস্কার ঘোষণার আগেই ফেভারিটদের একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক বহুল প্রচারিত সাময়িকী টাইম ম্যাগাজিন।
বহুল প্রচারিত এই সাময়িকী প্রকাশ করেছে নোবেল শান্তি পুরষ্কার জয়ী সম্ভাব্যদের তালিকা। এই তালিকোয় অল্ট-নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়ের এবং প্রতীক সিনহারে না্ম রয়েছে।
টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, নোবেল শান্তি পুরস্কার জয়ের ক্ষেত্রে অন্যতম ‘ফেভারিট’ হলেন অল্ট-নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়ের এবং প্রতীক সিনহা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও স্কুল পালিয়ে জলবায়ু পরিবর্তন রুখতে আন্তর্জাতিক আন্দোলনের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচয় পাওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গের নিামও রয়েছে এই তালিকায়।
নোবেল কমিটি এরই মধ্যে জানিয়ে দিয়েছে এবার শান্তি পুরস্কারের দৌড়ে ৩৪৩ জন প্রার্থী আছেন। যা নোবেলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁদের মধ্যে ২৫১ জন একক ব্যক্তি হিসেবে মনোনয়ন পেয়েছেন। এছাড়া ৯২ টি সংগঠনও রয়েছে তালিকায়। তবে কারা মনোনয়ন পেয়েছেন এবং কারা মনোনীত করেছেন, সেই সংক্রান্ত তথ্য দীর্ঘদিন গোপন রাখা হয়।
এমন পরিস্থিতিতে নোবেল শান্তি পুরস্কারে জয়ের দৌড়ে এগিয়ে থাকা সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস ম্যাগাজিন। টাইমস কর্তৃপক্ষ জানিয়েছে, নরেওয়ের আইনপ্রণেতার থেকে পাওয়া তথ্য, বিশেষজ্ঞদের পূর্বাভাস এবং অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যের ভিত্তিতে তারা ‘ফেভারিট’র তালিকা তৈরি করেছে।
টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, নোবেল শান্তি পুরস্কার জয়ের ক্ষেত্রে ‘ফেভারিট’-র তালিকায় আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, রাশিয়ার বিরোধী দলের নেতা ও দুর্নীতিবিরোধী সমাজকর্মী অ্যালেক্সি নাভালনি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
টাইম ম্যাগাজিনের তালিকায় ঠাঁই পেয়েছেন অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা জুবায়ের এবং প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিরলসভাবে ভারতে ভুয়ো খবরের বিরুদ্ধে লড়াই করে চলেছেন তথ্য যাচাইকারী ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়ের এবং প্রতীক সিনহা।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ ভারতীয় সাংবাদিক সিনহা এবং জুবায়ের পদ্ধতিগতভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত গুজব ও ভুয়ো খবরের ফাঁস করে দিচ্ছেন এবং ঘৃণামূলক মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন।’
জুবায়েরকে গ্রেফতারের বিষয়টিও টাইম ম্যাগাজিনের ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, জুবায়েরের গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা করেছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা।