কে হতে চলেছেন মের্কেলের উত্তরসূরি?

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৭:৪৮ পিএম

কে হতে চলেছেন মের্কেলের উত্তরসূরি?

কে হবেন আঙ্গেলা মের্কেলের উত্তরসূরী, আজ তা নির্ধারণের লড়াই চলছে। স্থানীয় সময় রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সংসদীয় নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচনে দেশটির ১৬টি রাজ্যের মানুষ ভোট দিচ্ছেন।

জার্মানি তথা ইউরোপের ব্যাপক জনপ্রিয় নেতা ও দীর্ঘদিন ধরে সফলভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসছেন চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। তার উত্তরসূরি খোঁজা খুব সহজ হবেনা বলেই ধারণা করা হচ্ছে। নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই পাওয়া গেছে।

শেষ মুহূর্তের প্রচারণায় শনিবার বিদায়ী চ্যান্সেলরে আঙ্গেলা মের্কেল রক্ষণশীল দলের প্রার্থী আরমিন ল্যাশেটের হয়ে ভোট চেয়েছেন তার নিজ শহর আশেনে। তবে চূড়ান্ত জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, রক্ষণশীলদের জয়ের সম্ভাবনা কম।   

তবে এবারের ফলাফল নিয়ে আস্থাপূর্ণ কোনও পূর্বাভাস কেউ করতে পারছেন না। ফলে ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশটির নেতৃত্ব কার কাছে যাচ্ছে তা আন্দাজ করা যাচ্ছে না।

সর্বশেষ জনমত জরিপ বলছে, ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) তুমুল লড়াই হবে। এ দুই দলের বাইরে জোট সহযোগী দল হিসেবে শক্ত অবস্থানে রয়েছে পরিবেশবাদী গ্রিন পার্টি। তবে ভোটের ফলাফল সব পূর্বাভাস ওলটপালট করে দিতে পারে, কে জিতবেন, আগাম বলা যাচ্ছে না কিছুই।

মূল লড়াই হবে সিডিইউ প্রার্থী আরমিন ল্যাশেট ও এসপিডি প্রার্থী ওলাফ শলৎস-এর মধ্যে। তবে গ্রিন পার্টির প্রার্থী আনালেনা বেরবকও বেশ শক্ত অবস্থানে রয়েছেন। আবার ওলাফ শলৎস আভাস দিয়েছেন, বিজয়ী হলে তার দল গ্রিন পার্টির সঙ্গে জোট সরকার গঠন করবে।

কয়েক মাস আগেও জনমত সমীক্ষায় গ্রিন পার্টি সবচেয়ে এগিয়ে ছিল। এরপর এগিয়ে যায় সিডিইউ এগিয়ে যায়। গত কদিনে আবার রক্ষণশীলদের ধীরে ধীরে ওপরে উঠে আসতে দেখা যাচ্ছে।

মের্কেল এবার নির্বাচনী প্রচারে নামবেন না, এমনই কথা ছিলো। তবে তার দল সিডিইউ জনমত সমীক্ষায় এসপিডির কাছে পিছিয়ে পড়ায় শনিবার তাকে প্রচারণায় দেখা যায়। জার্মানির ১৬ বছরের ভাগ্যনিয়ন্ত্রক আঙ্গেলা তার উত্তরসূরী আরমিন ল্যাশেটের নিজ শহর আচেঁতে তার নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।

সূত্র: বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান।

Link copied!