একদিকে জ্যৈষ্ঠের প্রখর তাপ অন্যদিকে বিদ্যুৎ সংকট-এই দুই সমস্যায় ভুগছেন প্রতিবেশী দেশ ভারতের মানুষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ৬ বছরের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে দেশটির বিদ্যুৎ সেক্টর।
প্রতিবেদনে উঠে এসেছে সংকটের পেছনের কারণগুলো। যারমধ্যে অন্যতম কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বৃদ্ধিকে দেখানো হয়েছে। গরমের কারণে দেশটিতে দিনের বেলাও বিদ্যুতের ব্যবহার বেড়েছে কয়েকগুণ। টানা তাপদাহের কারণে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার বেড়েছে। যার প্রভাব পড়ছে দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের উপর। এর ফলে চাহিদা ও যোগানের মধ্যে ব্যাপক ফারাক তৈরি হয়েছে। অনেক বিদ্যুৎ কেন্দ্রেই প্রয়োজনীয় জ্বালানী না থাকাতে বন্ধ হয়ে গেছে। গত ৯ বছরের মধ্যে এখনই দেশটিতে সবথেকে কম কয়লার মজুদ আছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ বিভাগ।