চলতি মাসে ৭ম বারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২২, ০৮:০৬ পিএম

চলতি মাসে ৭ম বারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আবারও অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। চলতি মাসে এ নিয়ে ৭ম বারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়লো কিম জং প্রশাসন। রবিবার সকালে দেশটির জাগাং প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রটি নিজেদের পূর্ব উপকূলের দিকে নিক্ষেপ করে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম এনপিআর এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় রবিবার সকাল ৭টা ৫২ মিনিটের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার নিক্ষেপ করা সর্বশেষ এই ক্ষেপণাস্ত্রটি ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বড় এবং এটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম) ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে।

সামরিক বিশ্লেষকদের দাবি, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সাম্প্রতিক ঘটনাগুলোর অর্থ হলো উত্তর কোরিয়া দ্রুত একটি কার্যকর পারমাণবিক প্রতিরোধকের দিকে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার সাবেক একজন নৌ কমান্ডার অধ্যাপক কিম ডং ইয়ুপ বলেন, “আমি অবাক হচ্ছি, কারণ আমরা উত্তর কোরিয়ার প্রযুক্তিকে ছোট করে দেখেছি। আসলে উত্তর কোরিয়া তার সামরিক সক্ষমতা আমাদের ধারণার চেয়ে বেশি গতিতে এগিয়ে নিচ্ছে।”

প্রসঙ্গত, গত ৫ ও ১০ জানুয়ারির ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পিয়ংইয়ং দাবি করেছে, তারা সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মানে হলো উত্তর কোরিয়া এমন প্রযুক্তি তৈরি করছে, যা ঐ অঞ্চল জুড়ে আমেরিকা ও জাপানের ব্যয়বহুল ও জটিল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে হারিয়ে দিতে পারে।

দ্য সেন্টার ফর অ্যা নিউ আমেরিকান সেঞ্চুরির দায়েউন কিম বলছেন, ‘এটা পরিষ্কার যে তারা এমন অস্ত্র তৈরি করতে চায়, যা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে জটিল করে তুলতে পারে এবং আমেরিকার পক্ষে চিহ্নিত করা কঠিন হতে পারে।”

Link copied!